মা হারা শিশুটিকে ঘিরে দেখা হলো শ্যামল-ফারিয়ার
মা হারা মেয়েকে নিয়ে কক্সবাজারে ঘুরতে আসেন বাবা শ্যামল মাওলা। সেখানে ফারিয়ার সঙ্গে ছোট্ট মেয়েটির পরিচয় হয়। তাদের মধ্যে বন্ধুত্বও হয়। ভালোই দিন কাটছিল তাদের। মেয়েটাও তার মায়ের আদর পাচ্ছিল ফারিয়ার কাছ থেকে।
দূর থেকে শ্যামল মাওলা বিষয়টা খুব উপভোগ করছিলেন। কিন্তু হঠাৎ একদিন ফারিয়ার স্বামী আসে। থেমে যায় তাদের ক্ষণিকের হাসি-আনন্দ। কী করবে এখন ফারিয়া? এমনই গল্প নিয়ে নির্মাণ হয়েছে নাটক ‘বেদন’। নাটকটি রচনা করেছেন এস সিরাজী। আর পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক।
নাটক প্রসঙ্গে সাখাওয়াত মানিক বলেন, ‘নাটকের শুটিং কক্সবাজারে শেষ করেছি। এখন সম্পাদনার কাজ চলছে। এর গল্প দর্শকের হৃদয় স্পর্শ করবে বলে আশা করছি।’
শ্যামল মাওলা ও শবনম ফারিয়া ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগ, আরিয়া আরিত্রা প্রমুখ। শিগগিরই নাটকটি একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
এমএবি/এমকেএইচ