ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সাবিনা-আরতিকে কলকাতায় আজীবন সম্মাননা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১:২০ পিএম, ০৪ জানুয়ারি ২০১৯

সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পেলেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও আধুনিক বাংলা গানের অন্যতম জনপ্রিয় শিল্পী আরতি মুখার্জি। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে ‘বাংলা উৎসব’ অনুষ্ঠানে এ দুই গুণী শিল্পীকে সম্মাননা দেয়া হয়।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত সাবিনা ইয়াসমিন বলেন, ‘যেকোনো প্রাপ্তি খুব আনন্দের। আমি এ আনন্দটা দুই বাংলার মানুষের মধ্যে ভাগ করে নিতে চাই।’

আরতি মুখার্জী বলেন, ‘অনেক জায়গায় আমি পুরস্কার পেয়েছি। কিন্তু এটা আমার কাছে একটা বিশেষ উপহার। আমি খুবই আনন্দিত ও গর্বিত।’

দর্শক ও উদ্যোক্তাদের অনুরোধে পুরস্কার গ্রহণের পর এ দুই শিল্পী মঞ্চে নিজেদের পছন্দের গানের প্রথম কয়েক লাইন গেয়ে শোনান।

শুক্রবার থেকে কলকাতার নজরুল মঞ্চে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলা উৎসব। উৎসবের সূচনা করেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের, বন্ধন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চন্দ্রশেখর ঘোষ, নাথিং বিয়ন্ড সিনেমার ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা অরিন্দম শীল, বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের শুভদীপ ঘোষ।

উৎসবের প্রথম দিনের প্রথম শিল্পী ছিলেন লোপামুদ্রা মিত্র। পরের শিল্পী ছিলেন রবীন্দ্র সংগীত শিল্পী প্রবুদ্ধ রাহা। এরপর সংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, নচিকেতা চক্রবর্তী, শুভমিতা, ফাহমিদা নবী, অনুপম রায় প্রমুখ।

এমএবি/এনডিএস

আরও পড়ুন