ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পথশিশুদের জন্য গান

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮

পথশিশুদের বঞ্চনা-সংগ্রামী মানবেতর জীবন ও অসহনীয় কষ্টের কথা নিয়ে অনেক সৃষ্টিশীল কাজই তৈরি হয়েছে। তার অনেকগুলোই ছুঁয়ে গেছে মানুষের মন। হৃদয়ে জাগিয়েছেন সহানুভূদতি।

সেই ধারাবাহিকতায় নতুন করে তৈরি হলো আরও একটি গান। ‘পথশিশু’ শিরোনামের গানটি লিখেছেন সহকারী নাট্য নির্দেশক ও সংবাদকর্মী ইমতিয়াজ মেহেদী হাসান।

হাবিব মোস্তফা’র সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পরান। অণু মোস্তাফিজ করেছেন গানটির সংগীতায়োজন। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ড শেষ হয়েছে বলে জানান গীতিকার।

তিনি বলেন, ‘গানটি সমাজ বাস্তবতার করুণ চিত্র। এখানে কল্পনার কোনো স্থান নেই। বিত্তবানরা শখের বসে ইচ্ছেমত খরচ করছে কিন্তু তাদের পাশেই ছোট্ট পথশিশুরা জীবনের ন্যূনতম চাহিদাটুকুও পূরণ করতে পারছে না। বঞ্চনার এই দৃশ্যটুকু একজন মানুষ হিসেবে আমার বিবেক স্পর্শ করেছে। সেই বেদনা থেকেই গানটি তৈরি করা।’

পথশিশুদের জন্য এগিয়ে আসতে এই গান বিত্তবানদের বিবেক জাগ্রত করবে বলে প্রত্যাশা গানটির সংশ্লিষ্টদের।

এলএ/এমকেএইচ

আরও পড়ুন