ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বঙ্গবন্ধুর পরিবারের তিন নেতার প্রচারণায় ডিপজল ও আঁচল

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের বেশ ক'জন সদস্য এবারের নির্বাচনে নৌকার প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল অংশ নিচ্ছেন বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লারহাট, ফকিরহাট) আসনে।

তার পুত্র শেখ তন্ময় নৌকার প্রার্থী হয়েছেন বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে। আর খুলনা-২ (খুলনা সদর-সোনাডাঙ্গা) আসনে আছেন বঙ্গবন্ধুর আরেক ভাতিজা শেখ জুয়েল।

তাদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ডিপজল। তার সঙ্গে আরও থাকছেন চিত্রনায়িকা আঁচল, অভিনেতা আফজাল শরীফসহ বেশ কয়েকজন তারকা।

আজ মঙ্গলবার দুপুরে নায়িকা আঁচল জানান, সকালে তারা বাগেরহাট ও খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এখন টঙ্গী ক্রস করলাম। শেখ হেলাল, শেখ জুয়েল ও শেখ তন্ময়ের নির্বাচনী প্রচারণায় অংশ নেব আমরা। আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে।’

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারণায় নেমেছেন সংস্কৃতি অঙ্গনের একঝাঁক তারকা।

এলএ/এমকেএইচ

আরও পড়ুন