ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চলছে নায়ক ফারুকের প্রচারণা, তারকা দেখতে মানুষের ঢল

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮

আগেই ঘোষণা দেয়া ছিলো ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফারুকের প্রচারণায় অংশ নেবেন তারকারা। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকেই বনানী মাঠের সামনে হাজির হতে শুরু করেন তারকারা।

একে একে আসেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, মাহফুজ আহমেদ, জায়েদ খান, সাইমন, ইমন, জয় চৌধুরী, চিত্রনায়িকা শাবনাজ, নিপুন, মাহিয়া মাহি, রত্না, বিপাশা কবির, দিলারা, অঞ্জনা, নূতনসহ আরও অনেকেই।

উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা শহীদুল আলম সাচ্চু, উপস্থাপক আনজাম মাসুদ, প্রযোজক নেতা খোরশেদ আলম, গায়ক এসডি রুবেল, অভিনেতা ফয়সাল প্রমুখ।

সবাইকে নিয়ে স্লোগান দিতে দিতে বেলা ১২টায় শোভাযাত্রা করেন চিত্রনায়ক ফারুক। এসময় তাদেরে সঙ্গে ছিলেন ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

একসাথে এত তারকার দেখার সুযোগ সহজে মেলে না। তাদেরকে রাজপথে দেখার সেই সুযোগ পেয়ে উৎসাহী মানুষের ঢল নামে। রাস্তার দুই পাশে তারা ভিড় করে হাত নাড়তে থাকেন তারকাদের উদ্দেশ্যে। তারকারাও নৌকার স্লোগান তুলে হাত নেড়ে জবাব দেন।

তারা এলাকাবাসীর কাছে ফারুকের জন্য নৌকায় ভোট চান ও নৌকার প্রচারে লিফলেট বিতরণ করেন।

এলএ/এমকেএইচ

আরও পড়ুন