ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নাবিলার মন মন্দিরে মনোজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮

নাটক-মডেলিং দিয়ে জনপ্রিয়তা পেলেও নাবিলাকে আজকাল সবাই ‘আয়নাবাজি’র নাবিলা বলেই ডাকছেন। এক সিনেমা দিয়েই অর্জন করে নিয়েছেন খ্যাতি।

অন্যদিকে অভিনেতা মনোজ কুমার প্রামাণিক ২০০৮ সালে সহকারী পরিচালক হিসেবে শোবিজে পথচলা শুরু করেন। এরপর ২০১৪ সাল থেকে যুক্ত হয়েছেন নিয়মিত অভিনয়ে। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘স্যাটারডে আফটারনুন’ চলচ্চিত্র ও অমনিবাস ছবি ‘ইতি তোমারই ঢাকা’তে অভিনয় করে আলোচনায় তিনি।

এই দুই তারকা দ্বিতীয়বারের মতো জুটি হয়ে কাজ করলেন। বায়োস্কোপ অরিজিনাল ওয়েব ফিল্মে দেখা যাবে নাবিলা ও মনোজকে। এই ফিল্মটির নাম ‘মন মন্দিরে’।

প্রেম, ধর্মীয় ক্রাইসিসে সেই প্রেমে আসা ঝড় ও তা সামলে উঠার গল্পে ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।

গেল ১৭ ও ১৮ ডিসেম্বর রাজধানীর উত্তরা ও কাওলাতে চিত্রায়ণ হয়েছে ওয়েব ফিল্মটি। এতে অভিনয় প্রসঙ্গে নাবিলা বলেন, ‘দুটি ছেলে মেয়ের প্রেম নিয়ে গল্প। যেখানে ধর্মীয় প্রতিবন্ধকার শিকার হয় তারা। বেশ গোছানো একটি ইমোশনাল গল্প। কাজটি করে ভালো লেগেছে।’

তিনি আরও বলেন, ‘এর আগেও মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় কাজ করেছি। তার নির্মাণে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। আর সহশিল্পী হিসেবে মনোজও আমার পরিচিত। তার সাথে ‘কথা হবে তো’ নাটকে কাজ করেছিলাম। নাটকটি খুব ভালো হয়েছিলো। আশা করছি ‘মন মন্দিরে’ও ভালো লাগবে দর্শকের।’

মনোজ বলেন, ‘গল্প, নির্মাণ ও সহশিল্পী সবই আসলে আমার জন্য খুবই সাচ্ছন্দ্যের। কাজটি করেছি উৎসাহ নিয়ে। ভালো ফিডব্যাক পাবো বলে প্রত্যাশা করছি।’

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলে, ওয়েব ফিল্ম ‘মন মন্দিরে’ শিগগিরই প্রকাশ হবে গ্রামীণফোনের বায়োস্কোপে।

এলএ/আরআইপি

আরও পড়ুন