ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বাবার নামে ফাউন্ডেশন গড়ে ফিরে গেলেন দুই ছেলে

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৮

স্থপতি, আলোকচিত্রী এবং পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সিনেমাটোগ্রাফার মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন না ফেরার দেশে পাড়ি দিয়েছে সম্প্রতি। গত শনিবার সকালে রাজধানীর একটি হোটেল কক্ষে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে ফ্রান্সের প্যারিসে পরিবারসহ বাস করে আসছিলেন চিত্রগ্রাহক আনোয়ার হোসেন। তার দুই ছেলে আকাশ হোসেন ও মেঘদূত বাবাকে শেষ দেখা দেখতে প্যারিস থেকে বাংলাদেশে এসেছিলেন। আজ শনিবার সন্ধ্যার ফ্লাইটে ফিরে যাচ্ছেন তারা।

যাবার আগেই আনোয়ার হোসেন ফাউন্ডেশন এর ঘোষণা দিয়ে গেলেন আকাশ ও মেঘদূত। শনিবার দুপুরে এই উপলক্ষে শিল্পকলাডেমীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেনের ছোট ভাই আলী হোসেন বাবু, তার দুই পুত্র আকাশ হোসেন ও মেঘদূত, ঘনিষ্ট বন্ধু হাশেম সুফি, চলচ্চিত্র নির্মাতা রাজীবুল হোসেন ও ফেডারেশন অব ফ্লিম সোসাইটিজ অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন।

আনোয়ার হোসেনের জীবনভর ধারণকৃত আলোকচিত্র, রচনা, সাক্ষাৎকারসহ যতো বুদ্ধিবৃত্তিক সম্পদ আছে সেগুলোর কপিরাইট ও সংরক্ষণ করবে এই ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে আকাশ হোসেন বলেন,‘আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমেই শুরু হলো বাবা ফাউন্ডেশনের কাজ।’

হাশেম সুফি বলেন,‘আনোয়ার হোসেনকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি কে এটা মানুষ জেনেছে। শিল্পের সাধনা করতে গিয়ে সেই কিছুই করেননি আর। তার বাড়ি গাড়ি নেই। তার দুই ছেলের কথা আমাদের ভাবতে হবে। তার কাজই তার সম্পদ। আমার জানামতে তার ৫০ হাজারেরও বেশি সেলুলয়েড নেগেটিভ একজনের কাছে আছে। ছেলেদের ও আমাকে বলে গেছেন তিনি। এই ছবিগুলো যেনো অন্য কারো নামে ব্যবহার না হয়। তার নামেই যেনো আসে। আনোয়ার বলেছিলেন, তার কাজের ১০ ভাগ মানুষ দেখার সুযোগ পেয়েছে। ৯০ ভাগ কাজেই অপ্রকাশিত রয়ে গেছে। এগুলো সঠিক ভাবে সংরক্ষণ করার জন্যই এই ফাউন্ডেশন দরকার। তার বই,ছবি সব সংগ্রহ করা হোক। ’

আনোয়ার হোসেনের ছোট ভাই আলী হোসেন বাবু বলেন,‘এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা হয়তো থাকবো না। এই ফাউন্ডেশন তাকে বাঁচিয়ে রাখবে।’

ফেডারেশন অব ফ্লিম সোসাইটিজ অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন জানালেন, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আনোয়ার হোসেনের স্ত্রি মরিয়ম হোসেন আসতে পারেননি দেশে। তিনি আসবেন শিগগিরই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার থাকবেন মরিয়ম হোসেন, আকাশ ও মেঘ দূত। এই ফাউন্ডেশনের প্রধানের দায়িত্ব পালন করবেন আলী হোসেন বাবু। ট্রাস্টি বোর্ডে থাকবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত হোসেন লাকী, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, সদস্য হিসেবে থাকবেন বেলায়েত হোসেন মামুন, রাশেদ জামান, রাজীবুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করে লিয়াকত হোসেন লাকী। তিনি বললেন, ‘ এই ফাউন্ডেশনের সঙ্গে সরকারের হস্তক্ষেপ থাকবে। কেউ আনোয়ার হোসেনের কাজকে স্বনামে বেনামে ব্যাবহার করতে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

এমএবি/এলএ/এমকেএইচ

আরও পড়ুন