ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কাঙ্গালিনী সুফিয়া

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৮

লোক সংগীতের কিংবদন্তি শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, গেল মঙ্গলবার সাভারের নিজ বাসায় স্ট্রোকে আক্রান্ত হন এই শিল্পী।

এরপর রাত ৮টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, স্ট্রোক ছাড়াও কিডনি, হার্ট ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন কাঙ্গালিনী সুফিয়া। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

কাঙ্গালিনী সুফিয়ার প্রকৃত নাম টুনি হালদার। তিনি ১৯৬১ জন্মগ্রহণ করেন। সুফিয়া বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের অন্যতম। ‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই, ‘পরাণের বান্ধবরে, বুড়ি হইলাম তোর কারণে, ‘নারীর কাছে কেউ যায় না’, ‘আমার ভাটি গাঙের নাইয়া প্রভৃতি গানের জন্য তিনি বিখ্যাত সুফিয়া এদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

গানের স্বীকৃতি স্বরূপ কাঙ্গালিনী সুফিয়া ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

এলএ

আরও পড়ুন