ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

উৎসাহ দিলেন তারকারা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০১ ডিসেম্বর ২০১৮

জাতীয় আয়কর দিবস ছিলো শুক্রবার, ৩০ নভেম্বর। ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’ প্রতিপাদ্য নিয়ে এবার সারাদেশে দিবসটি পালিত হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর উদ্যোগে আয়কর দিবস উদযাপনের নানা কর্মসূচি ছিলো। দিবসটির উদ্বোধন হয় গেল শুক্রবার সকালে কাকরাইল রাজস্ব ভবন প্রাঙ্গণে। সেখানে হাজির ছিলেন নানা অঙ্গনের তারকারা।

উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, আফজাল হোসেন, কুমার বিশ্বজিত, রফিকুল আলম, রিয়াজ, ফেরদৌস, চঞ্চল চৌধুরী, অপু বিশ্বাসসহ আরও অনেকেই। যেন রাজস্ব ভবনে বসেছিলো তারকাদের মেলা।

সবাই এসেছিলেন এনবিআরের আমন্ত্রণে। তারা নিজেদের কর দেয়ার অভিজ্ঞতাও শেয়ার করেন সবার সঙ্গে।

সবার প্রথমেই উদ্বোধনী অনুষ্ঠানে নিজের কর দেয়ার অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘কর দেয়াকে আমি গর্বের বিষয় বলে মনে করি। কর দিলে একথা বলা যায় যে রাষ্ট্রের উন্নয়নে আমিও একজন অংশীদার। তাছাড়া সবাই নিয়মিতভাবে কর দিলে দেশও অনেক এগিয়ে যায়।’

অভিনেতা রিয়াজ বলেন, ‘দেশের পদ্মাসেতুর নির্মাণে অনেক সিমেন্ট ব্যবহার হচ্ছে। কর প্রদানের কারণে আমি মনে করি যে আমিও পদ্মাসেতুর নির্মাণে এক ব্যাগ সিমেন্টের গর্বিত অংশীদার। কারণ আমার করের টাকা মানে রাষ্ট্রের টাকা। আর রাষ্ট্রের টাকা মানেই পদ্মাসেতুর মতো অভাবনীয় উন্নয়ন। সবাই মিলে কর দিলে রাষ্ট্র খুব সহজেই অনেক উন্নয়নের সুযোগ পাবে।’

অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘কর দেয়াটা নাগরিক দায়িত্ব। একটি রাষ্ট্র জণগনের করের অর্থে মজবুত হয়। তাই আমরা সবাই কর দিলে দেশ মজবুত হবে, উন্নয়নের পথে এগিয়ে যাবে। আমার খুব ভালো লাগে করদিবসে হাজির হতে।’

অভিনেত্রী চম্পা বলেন, ‘আমার স্বামী নিয়মিত কর দেন এবং তিনি সেটা গর্বের সঙ্গে করেন। এটা আমার কাছে খুব ভালো লাগে। দেশের অর্থশালী প্রতিটি পরিবার কর দেয়াকে গর্বের দায়িত্ব মনে করলে দেশের উন্নয়ন অনেক বেড়ে যাবে।’

এলএ/পিআর

আরও পড়ুন