চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের মৃত্যু নিয়ে যা বললো পুলিশ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আনোয়ার হোসেন মারা গেছেন। শনিবার সকালে পান্থপথের ‘হোটেল ওলিও’ এর একটি কক্ষে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগাহক আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
এ রহস্য জনক মৃত্যু মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে শোবিজে। ৭০ বছর বয়সী এই আলোকচিত্রীর মৃত্যু কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে পুলিশও তা নিশ্চিত করতে পারেনি।
শেরে বাংলা থানার উপ-পরিদর্শক এস আই তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, ‘আজ সকালে পুরাতন ‘হোটেল ওলিও’ এর ৮০৯ নাম্বার রুম এর লক খুলে তাকে বিছানার উপর শায়িত অবস্থায় দেখি। ডাক্তার ডেকে নিয়ে আসা হলে উনি তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে উনার স্ট্রোক হয়েছে। আসলেই উনার কীভাবে মৃত্যু হয়েছে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার শেষেই এটা বলা যাবে।’
তপন কুমার সরকার আরও বলেন, ‘গেল ২৩ নভেম্বর নতুন ‘হোটেল ওলিও’তে উঠেছিলেন তিনি। ২৮ নভেম্বর থেকে পুরোনো ‘হোটেল ওলিও’র ৮০৯ নাম্বার রুমে থাকছিলেন। হোটেলের কাগজপত্র বলছে নিজের নামেই রুমটা ভাড়া নিয়েছিলেন তিনি।’
১৯৪৮ সালের ৬ অক্টোবর পুরান ঢাকার আগানবাব দেউড়িতে আনোয়ার হোসেনের জন্ম।
এমএবি/এলএ/জেআইএম