ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কলকাতায় সুস্মিতা আনিসের সাউন্ড অব সিজন্স

প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৯ আগস্ট ২০১৫

ঢাকার পর এবার কলকাতাতেও প্রকাশ হলো নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের নতুন অ্যালবাম ‘শিশিরের স্পর্শে গাঁথা’ বা ‘সাউন্ড অব সিজন্স’। অ্যালবামটি প্রকাশ করেছে নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানি।

নজরুল সঙ্গীতের কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগম স্মরণে এবং নজরুল সঙ্গীতকে সর্বস্তরে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই অ্যালবামটি প্রকাশ করেন সুস্মিতা আনিস। সুস্মিতা অ্যালবামটি প্রিয় ফুপু ফিরোজা বেগমকে উৎসর্গ করেছেন।

পূর্বাশা বন্দোপাধ্যায়ের সঞ্চালনায় অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ তথা সঙ্গীতশিল্পী কল্যানী কাজী তার শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন নির্মলা মিত্র, অরিন্ধ কাজী, আনিন্ধিতা কাজী, সৈকত মিত্র, মানসী মুখোপাধ্যায়, সুস্মিতা গোস্বামীসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সুস্মিতা’র পঞ্চম একক অ্যালবামটিতে রয়েছে নজরুলের জনপ্রিয় দশটি গানের সংকলন। এখানে সঙ্গীত পরিচালনা করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ইবরার টিপু। অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খ্যাতনামা তবলাবাদক সৈয়দ মেহের হোসেন।

‘শিশিরের স্পর্শে গাঁথা’ অ্যালবামটি বাজারজাত করেছে জি-সিরিজ। অনলাইনে অ্যালবামটি পরিবেশনার দায়িত্বে নিয়োজিত রয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক ডিজিটাল প্রকাশনা প্রতিষ্ঠান এমই লেবেল এবং মোবাইল কনটেন্ট পরিবেশনার দায়িত্বে রয়েছে গ্যাক মিডিয়া (বিডি) লিমিটেড। অ্যালবামটির ডিজিটাল মার্কেটিং করছে কানাডা ভিত্তিক প্রতিষ্ঠান ভিটাইজো করপোরেশন।

অ্যালবামটির মিউজিক ভিডিও তৈরি করেছেন রেড ডট মাল্টিমিডিয়া লিমিটেডের গাজী শুভ্র এবং প্রচারণামূলক ফিল্ম প্রডাকশনের দায়িত্ব পালন করেছেন অ্যাপলবক্স ফিল্মসের বায়েজিদ নীল। হেড অফিস কমিউনিকেশন ক্রিয়েটিভ এজেন্সি এবং মাস্টহেড পিআর জনসংযোগ পরিচালনাকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করেছে।

এছাড়া অ্যালবাম প্রকাশনার জন্য অ্যাক্টিভেশন এজেন্সি হিসেবে ঢাকায় কাজ করেছে গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড।

এলএ/আরআইপি