আমজাদ হোসেনের মৃত্যুর গুজব না ছড়ানোর অনুরোধ
বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে ব্যাংককে নিয়ে যাওয়া হবে আজ। এয়ার অ্যাম্বুলেন্স যোগে আজ মঙ্গলবার যে কোনো সময় ব্যাংককের উদ্দেশ্যে যাত্র শুরু হবে। তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এখন পুরো বিষয়টা চিকিৎসকরা তত্ত্বাবধান করছেন। মঙ্গলবার দুপুরে এমনটাই জানালেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে আমজাদ হোসেনের মৃত্যুর খবর। এই বিষয়টিকে গুজব বলে মন্তব্য করেছেন অলিক। তিনি বলেন, এ ধরনের খবর কেন ছড়ানো হচ্ছে, আর কারা ছড়াচ্ছে জানি না। এই বিষয়টি নিয়ে আমজাদ হোসেনের পরিবার খুবই বিব্রত। সবাইকে অনুরোধ করবো, গুজব ছড়াবেন না।
সপ্তাহখানেক আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় ঢাকার তেজগাওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে। হাসপাতালে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। শুরু থেকেই তাকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দিয়ে বাচিয়ে রাখা হয়েছে। বাংলাদেশের বরেণ্য এই নির্মাতার শারীরিক অসুস্থতার খবর শুনে হাসপাতালে ভর্তির তিন দিনের মাথায় তাঁর চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমজাদ হোসেনের চিকিৎসার জন্য মোট ৪২ লাখ ৩৫ হাজার টাকা দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এরমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে নিয়ে যাবার জন্য ২২ লাখ ৩৫ হাজার টাকা এবং চিকিৎসা ব্যয়ের জন্য ২০ লাখ টাকা।
হাসপাতালে আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্বে আছেন চিকিৎসক শহীদুল্লাহ সবুজ। তিনি সোমবার সন্ধ্যায় জানিয়েছিলেন, আমজাদ হোসেনের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তিনি আশঙ্কামুক্ত নন।
এমএবি/জেআইএম