ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মুক্তি পেল তসলিমা নাসরিনের জীবনীর চলচ্চিত্র

প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৭ আগস্ট ২০১৫

অবশেষে কলকাতায় মুক্তি পেল বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘নির্বাসিত’। তবে ছবির পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায় এর কেন্দ্রীয় চরিত্র তসলিমা নাসরিনকে মাথায় রেখে তৈরি করলেও ছবিটিকে তসলিমার বায়োপিক বলতে রাজি নন।

এই ছবিতে লেখিকার বিতর্কিত এবং নির্বাসিত জীবন ছাড়াও উঠে এসেছে পোষা বিড়াল মিনির কথা। মিনির সঙ্গে তসলিমার ঘনিষ্ঠতা এবং তসলিমাবিহীন মিনির জীবন ছবির মূল গল্প। পরিচালনার পাশাপাশি তসলিমার ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি।

সম্প্রতি কলকাতায় এই ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্বাশ্বত চট্টোপাধ্যায় ও রাইমা সেন।

এর আগে প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও ভারতের ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা ভাষার চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় ‘নির্বাসিত’। এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে অভিনেত্রী চূর্নি গাঙ্গুলীর যাত্রা শুরু। সেরা ছবিসহ সেরা শব্দ পরিকল্পনার জন্য জাতীয় পুরস্কার পেয়েছে ‘নির্বাসিত’।

দেখুন ছবির ট্রেলারের ভিডিও :


এলএ/এমআরআই