ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভারতীয় দূতাবাসে প্রাঙ্গণেমোরের শ্যামাপ্রেম

প্রকাশিত: ০৯:২৩ এএম, ১৭ আগস্ট ২০১৫

ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে গুলশান ভারতীয় দূতাবাসে মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাঙ্গণেমোরের নাটক ‘শ্যামাপ্রেম’। শনিবার নাটকটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয়েছে।

প্রাঙ্গণেমোর নাট্যদলের প্রথম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্যামা’ নৃত্যনাট্য অবলম্বনে ‘শ্যামাপ্রেম’ নাটকটি। এটি প্রথম মঞ্চায়ন হয়েছিল ২০০৫ সালের ১৫ ফেব্রুয়ারি। ইতিমধ্যে নাটকটি দেশে ও বিদেশে দর্শক নন্দিত হয়েছে।

শ্যামাপ্রেম নাটকটির নাট্যরূপ দিয়েছেন শ্রী চিত্তরঞ্জন ঘোষ ও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, ইউসুফ পলাশ, নিজাম লিটন, শুভেচ্ছা, আশা, আবু হায়ত জসিম, রিগ্যান রতœ, জসিম, সুজন, সুজয়সহ আরো অনেকে।

গেল বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে রবীন্দ্রজয়ন্তীর বিশেষ প্রদর্শনী হিসেবে ‘শ্যামাপ্রেম’ নাটকের ৫০তম মঞ্চায়ন হয়। প্রাঙ্গণেমোর রবীন্দ্রনাথের আরো ৩টি নাটক মঞ্চে এনেছে। সেগুলো হলো চার অধ্যায় উপন্যাস অবলম্বনে স্বদেশী, রক্তকরবী, শেষের কবিতা উপন্যাস অবলম্বনে শেষের কবিতা।

এছাড়া প্রাঙ্গণেমোরের আরো ৪টি নাটক- লোকনায়ক, দ্রোহ প্রেম নারী, আওরঙ্গজেব ও ঈর্ষাও প্রশংসিত হয়েছে।

এলএ/এমআরআই