গুগল প্লে স্টোরে মিলবে বাংলা গান!
বিশ্বব্যাপি বাংলা গানের শ্রোতাদের আক্ষেপ আর অনুযোগের দিন ফুরালো। বাংলা ভাষার সবধরণের গান নিয়ে ইতোমধ্যে যাত্রা শুরু করেছে ‘রেডিও ২০০৮’ নামের একটি অ্যাপ। এটি এখন পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে।
যেকোনো স্মার্টফোন ব্যবহারকারি এখন নিজের ফোনে এই অ্যাপটি ডাউনলোড করে শুনতে পারবেন নিজের পছন্দের সবগান। সিনেমার গান, লোকসংগীত, আধুনিক, ব্যান্ডসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোকসংগীতের সংগ্রহ রয়েছে এই অ্যাপটিতে।
বিশ্বব্যাপি শ্রোতাদের কাছে বাংলা গান সহজে পৌঁছে দিতে এই অ্যাপটি তৈরি করেছে SSD-TECH Ltd। অনলাইনে গান শোনার সাইট www.Radio2008.com -এর পর এই অ্যাপটি চালু করলো SSD-TECH Ltd।
সময়ের সাথে নতুন নতুন গানযুক্ত হবে ‘রেডিও ২০০৮’ অ্যাপটিতে। অ্যাপটি ডাউনলোড করতে ভিজিট করুন : play.google.com/store/apps
এলএ/পিআর