ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শুক্রবার ৮০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মাতাল’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৮

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে শাহিন সুমন পরিচালিত মাতাল সিনেমাটি। আগামীকাল ২৬ অক্টোবর সিনেমাটি সারাদেশে ৮০টি সিনেমা হলে মুক্তি পাবে বলে জানালেন নির্মাতা শাহিন সুমন। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাইমন সাদিক ও অধরা খান। কয়েকবার ছবিটির মুক্তির তারিখ ঠিক হয় ও বিভিন্ন কারণে মুক্তি পিছিয়ে যায়। এবার সিনেমাটি উপভোগ করবেন দর্শক।

সর্বশেষ গত ১২ অক্টোবর ছবিটি মুক্তির তারিখ থাকলেও আইনি জটিলতায় মুক্তি পায়নি। তবে সবকিছু সমাধান করে ছবিটি  ২৬ অক্টোবর মুক্তি দিচ্ছেন ছবিটির প্রযোজক শরিফ চৌধুরী। সিনেমাটি নিয়ে অনেক আশাবাদি সিনেমার সংশ্লিষ্টরা।

শাহিন সুমন বলেন,‘ছবিটির গল্প আমার লেখা। মৌলিক গল্পে দর্শকদের ভালো ছবি উপহার দিতে চাই সবসময়। দর্শক মৌলিক গল্পের ছবি দেখতে আগ্রহী। নতুন জুটি দর্শকদের সামনে আনছি। আমি বিশ্বাস করি, সাইমন ও অধরা দু’জনের যোগ্যতা রয়েছে ভালো কাজ করার। দীর্ঘ অভিজ্ঞতা থেকে চেষ্টা করছি ভাল কিছু দেখানোর। বাকিটা দর্শক হলে গিয়ে বিচার করবেন।

ছবিতে সাইমনকে দেখা যাবে একজন সন্ত্রাসীর চরিত্রে। মানুষ মারাই যার কাজ।  তিনি কথা বলেন কম। যখন বলেন, দৃষ্টি থাকে সোজা সামনের দিকে। কাজের চেয়ে হাত চলে বেশি। তাই ছবিতে শুটার নামেই পরিচিতি তার।

এদিকে নায়িকা অধরা খান শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ নামে আরও একটি ছবিতে কাজ করছেন। এই ছবিটির শুটিং শেষে এখন সম্পাদনার কাজ চলছে। অধরা খান নায়িকা হিসেবে অভিষেক হয় ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত সিনেমা ‘নায়ক’ দিয়ে। ছবিটি গত শুক্রবার (১৯ অক্টোবর) মুক্তি পায়। এছাড়াও এই পরিচালকের ড্রিমগার্ল নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অধরা খান। নায়ক সিনেমায় ভালোই অভিনয় করেছেন অধরা। এখন দেখার অপেক্ষায় অধরার ‘মাতাল’ সিনেমার অভিনয়।

এমএবি/এলএ/পিআর

আরও পড়ুন