ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নিজের শহরে পৌঁছে গেছেন আইয়ুব বাচ্চু

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:১২ পিএম, ২০ অক্টোবর ২০১৮

ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর মরদেহ শনিবার আকাশপথে ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, শনিবার সকাল ১০টায় ইউএস বাংলার উড়োজাহাজে করে মরদেহ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়। নিজের শহরে পৌঁছে গেছেন আইয়ুব বাচ্চু।

ইউএস বাংলার পৃষ্ঠপোষকতায় আইয়ুব বাচ্চুর স্বজনসহ ২০ জনের দল শনিবার সকাল ১১টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে বন্দর নগরী চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। এরপর সেখান থেকে মরদেহবাহী গাড়িটি মাদারবাড়ির উদ্দেশে যাত্রা শুরু করে।

বিকালে বাদ আসর জামিয়াতুল সালাহ মাঠে সবশেষ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মায়ের কবরের পাশে সমাহিত করা হবে তাকে।

৩৫ বছর আগে মাত্র ৬০০ টাকা পকেটে নিয়ে চট্টগ্রাম ছেড়েছিলেন আইয়ুব বাচ্চু। আজ শেষবারের মতো সেই পুরোনো ঠিকানায় ফিরছেন তিনি। আর কখনই চট্টগ্রাম ছাড়বেন না তিনি। যে শহরটার অলিগলিতে গিটার বাজিয়ে বেড়ে উঠেছিলেন, সেই শহরেই আজ থেকে চিরস্থায়ী হবেন এই কিংবদন্তি সঙ্গীতশিল্পী।

এমএবি/জেআইএম

আরও পড়ুন