ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

‘আমিও মায়েরই, আমার অস্তিত্বও মায়ের জন্যই’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০:২৮ এএম, ১৬ অক্টোবর ২০১৮

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সোমবার ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠানিকতা। ১৯ অক্টোবর (শুক্রবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সম্পন্ন হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।

হিন্দু সম্প্রদায়ের কাছে পূজা মানেই রং, আলো, খুশি। কিন্তু এবার পূজায় মন ভালো নেই টালিউডের সাহসী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের, কিছুটা বিষণ্ণ তিনি।

এর কারণও জানিয়েছেন স্বস্তিকা। এবারের পূজায় তার মা তাদের মাঝে নেই। তাই শত আনন্দের মাঝেও মায়ের শূন্যতা ঠিকই অনুভব করছেন।

ঢাকাই শাড়ি, শাঁখা-পলা, লাল টিপ, জুঁইয়ের মালায় একেবারে পূজার সাজে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, ‘সবই মায়ের… শাড়ি, অ্যাকসেসেরিজ। আমিও মায়েরই। আমার অস্তিত্বও মায়ের জন্যই।’

তিনি আরও লিখেছেন ‘আমাকে ভাল থাকতেও শিখিয়েছে মা। শুভ পূজা মা। তুমি যেখানেই থাক, আমাকে মনে পড়বে তোমার। আজ তো বটেই। প্রতিদিনই…।’এ যেন মাকে হারিয়ে মায়ের ছোঁয়া পাওয়ার চেষ্টা।

এমএমজেড/পিআর

আরও পড়ুন