সিনেমায় বিনিয়োগ করতে প্রবাসী ব্যবসায়ীদের প্রতি শাওনের অনুরোধ
‘আমেরিকায় আমাদের একটা প্রজন্ম বেড়ে উঠছে। তারা এখানেই জন্মেছে, এখানেই সবকিছু শিখছে। দুঃখের ব্যাপার হলো তারা বাংলাদেশকে আসলে সেভাবে চেনে না। নিজের দেশ বলতে সেভাবে পারে না। কিন্তু আমার মনে হয় তারা প্রত্যেকে আমাদের পাশের দেশ ভারতকে খুব ভালোমতো চেনে।
সেটা কিন্তু ভারতের সিনেমার জন্যই। আমরা চাইলে আমাদের চলচ্চিত্র শিল্পকে, সংস্কৃতিকে খুব চমৎকারভাবে, খুব সুন্দরভাবে, গ্ল্যামারাস করে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে পারি।’
নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘বাংলাদেশি আমেরিকান বিজনেস অ্যালায়েন্স’ শীর্ষক আয়োজনে আজ বুধবার নিজের বক্তব্যে এসব কথা বলেন অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন।
এসময় তিনি আরও বলেন, ‘সিনেমা শিল্পের জন্য আমাদের দেশে নিজেদের বিনিয়োগের ঘাটতি আছে। আমরা যেভাবে চাই, যেভাবে স্বপ্ন দেখি সেভাবে আমরা পেরে উঠি না। সেই ঘাটতি পূরণে আপনারা এগিয়ে আসতে পারেন। আপনারা যারা বাংলাদেশ থেকে এসে আমেরিকায় ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন আপনাদের নিয়ে আমরা গর্ব করি। আপনারা একটু একটু করে যেভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন সেভাবে সিনেমার পাশেও দাঁড়িয়ে যেতে পারেন। আপনারা বাংলাদেশের সিনেমার জন্য বিনিয়োগ করতে পারেন।’
দেশীয় সিনেমার ক্রান্তিলগ্নে আমেরিকার প্রবাসী ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এমন দৃষ্টিকোণ থেকে তিনি আরও বলেন, ‘হলি আর্টিসানের ঘটনার পর বাংলাদেশে বিনোয়োগের ক্ষেত্রে বিদেশিদের মধ্যে এখন জঙ্গিবাদের ভয় কাজ করে। আমার মনে হয় সাংস্কৃতিক যুদ্ধের মাধ্যমে আমরা এই ভয়টাকে জয় করতে পারি। এই সংস্কৃতির যুদ্ধে বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ী যারা এখানে উপস্থিত আছেন তাদের শামিল হতে হবে।’
তিনি বাংলাদেশি সিনেমায় বিনিয়োগ করতে প্রবাসী ব্যবসায়ীদের আহ্বান করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমাকে শিল্প হিসেবেও ঘোষণা করেছেন। কিন্তু নানা কারণে আমাদের দেশে সিনেমার এমন একটা অবস্থা হয়েছে যে ১২০০ সিনেমা হল থেকে কমতে কমতে একদম হাতে গোনা হয়েছে। আমি যদি ভুল না করি তাহলে ৩ শ’য়ের কম হল আছে। এই বিষয়ে আপনারা একটু ভেবে দেখতে পারেন। সিনেপ্লেক্সের বিষয়ে ভেবে দেখতে পারেন। কীভাবে বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বায়ন করা যায়, ভারতের চলচ্চিত্রের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে সিনেমা করা যায় সে বিষয়ে আমার মনে হয় আপনারা ভেবে দেখতে পারেন। এখানে ব্যবসায়ের অনেক সুযোগ আছে।’
এই আয়োজনে আমেরিকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়ক রিয়াজ ও ফেরদৌস। তারা দুজনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে আমেরিকায় রয়েছেন।
প্রসঙ্গত, ছোট পর্দা দিয়ে অভিষেক হলে মেহের আফরোজ শাওন নিজেকে প্রমাণ করেছেন চলচ্চিত্রের অভিনয়েও। তিনি গানও করেন চমৎকার। নাচেও পারদর্শি। বহু গুণের শাওন সিনেমার পরিচালনাতেও প্রশংসিত হন ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার মাধ্যমে। তার স্বামী প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে এই ছবিতে অভিনয় করেছিলেন রিয়াজ, মাহি, ফেরদৌস, তানিয়া আহমেদ, আজাদ আবুল কালাম, আরফান আহমেদ, পূজা চেরী প্রমুখ।
এলএ/আরআইপি