ন্যান্সির বাড়িতে ‘হ্যাপি বন্ডিং ক্লাব’
নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটক, কৌতুকসহ জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্ধোধন হল হ্যাপি বন্ডিং ক্লাব। কণ্ঠশিল্পী ন্যান্সি উদ্ধোধন করেছেন এই ক্লাবের। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের তালতলা এলাকায় এই ক্লাবের যাত্রা শুরু হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ন্যান্সি। তিনি এর অনুপ্রেরণাও।
কণ্ঠশিল্পী ন্যান্সি জাগো নিউজকে বলেন, ‘আমার এলাকাবাসী এলাকায় একটি সোশ্যাল ক্লাব করতে চায় জেনে আমি আনন্দিত ও গর্বিত হয়েছি। ইতিমধ্যে আমি আমার বাসার বেজমেন্টে ৪০০ স্কয়ার ফিটের একটি ঘর, যারা প্রবেশ দ্বার মূল ভবন থেকে আলাদা হ্যাপি বন্ডিং ক্লাবের অফিস হিসেবে ব্যাবহার করতে দিয়েছি। ভবিষ্যতেও এই ক্লাবের যে কোনো সামাজিক কাজের সঙ্গে অংশগ্রহণ করবো আমি।’
‘হ্যাপি বন্ডিং ক্লাব’র সভাপতি নাজিমুজ্জামান জায়েদ বলেন, ‘আমাদের ক্লাবে দাবা, লুডু, ক্যারাম, ব্যাডমিন্টন, ফুটবল ক্রিকেটর ব্যাট বল থেকে শুরু করে খেলার প্রায় সকল সরঞ্জাম রয়েছে। পাশাপাশি হারমোনিয়াম, তবলা, গিটার, কী বোর্ডও রয়েছে সংস্কৃতি চর্চার জন্য। আমাদের এলাকার তরুণ ও যুব সমাজ, ক্লাব অফিসে বসেই খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে পারবে। এতে করে তাদের খারাপ পথে যাবার ও মাদকাসক্ত হওয়ার ঝুঁকি কম থাকছে। ক্লাবে বসে টিভি দেখার পাশাপাশি ওয়াই ফাই এরও সুব্যাস্থা করেছি আমরা। কিছু দিনের মধ্যে আমরা ক্লাবে পাঠাগারও চালু করবো। তবে আমাদের মূল উদ্দেশ্য নানা রকম সামাজিক কার্যক্রমে অংশ নেয়া।’
এই সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিজন বলেন, ‘আমরা আমাদের এলাকার অসহায়-সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। এই লক্ষ্যে আমাদের পথ চলা শুরু হবে। যারা নাম হবে স্মাইল প্লিজ। সামনে শীতে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবো। আরও থাকবে বয়স্ক ভাতা, বিনা মূল্যে বই বিতরণ, বৃক্ষ রোপন কর্মসূচী। মোট কথা সবার মুখে হাসি ফোটানোই আমাদের কাজ হবে।’
এমএবি/এলএ/এমএস