ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভক্তদের হাতে শ্লীলতাহানির শিকার কাজল!

প্রকাশিত: ০৯:১৮ এএম, ১২ আগস্ট ২০১৫

দক্ষিণের জনপ্রিয় নায়িকা কাজল আগারওয়াল। বলিউডে অজয়ের বিপরীতে একটি ছবিতে কাজ করেও বেশ প্রশংসিত হয়েছেন। সম্প্রতি ভিড়ের মধ্যে পড়ে গিয়ে ভক্তদের হাতে শ্লীলতাহানির শিকার হলেন এই অভিনেত্রী।

আগামী তামিল ছবি ‘পুলি’র অডিও রিলিজের অনুষ্ঠানে হাজির ছিলেন কাজল। চেন্নাইয়ে প্রিয় অভিনেত্রীকে একঝলক দেখতে ভক্তদের ভিড় ছিল থিকথিকে। সেই সময়ই কিছু ব্যক্তি নিরাপত্তারক্ষীদের ঠেলে নায়িকার একেবারে সামনে চলে যায়। আর তখনই তারা নায়িকার গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে।

দর্শকদের এহেন ব্যবহারে মেজাজ হারান কাজল। প্রচণ্ড চেঁচামেচি করতে করতেই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। ‘সিংহাম’ খ্যাত অভিনেত্রীর অভিযোগ, ভিড়ের মধ্যে কেউ বা কারা তার শ্লীলতাহানির চেষ্টা করছিল।

কাজলের মতোই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল অভিনেত্রী নাগমারও। লোকসভা ভোটের আগে মিরাটে একটি জনসভায় একই ভাবে শ্লীলতাহানির শিকার হন নাগমা। এ নিয়ে পুলিশে অভিযোগও জানিয়েছিলেন তিনি।

এলএ/পিআর