‘জান্নাত’ প্রদর্শনী বন্ধ প্রসঙ্গে যা বললেন নির্মাতা
সিনেমায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে সাতক্ষীরার সঙ্গীতা সিনেমা হলে ‘জান্নাত’ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সব পোস্টার ব্যানার খুলে ফেলা হয়েছে। শুক্রবার সকাল থেকে সিনেমা হলে এই সিনেমা প্রদর্শনের কথা ছিল। প্রশাসনের বাঁধার মুখে তা বন্ধ হয়ে গেছে।
এমন ঘটনায় বেশ অবাক হয়েছেন এই সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। তিনি জাগো নিউজকে বলেন, ‘এই খবরে আমি বিস্মিত, হতাশ। কারণ ছবিটি ইসলামের মাহাত্মকে তুলে ধরেছে। ইসলাম শান্তির ধর্ম, এর সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই এবং ছবিতে এও বলা হয়েছে আমাদের জীবন ইসলামের শান্তির পথেই চালিত করতে হবে। এরকম বক্তব্যের একটি ছবিকে না দেখে না বুঝে অনুমান নির্ভর হয়ে বন্ধ করে দেওয়া দুঃখজনক।’
মোস্তাফিজুর রহমান মানিক, ‘ছবিটিতে যদি যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কোনো বিষয় থাকতো তাহলে সেন্সরে ছবিটি আটকে যেতে। প্রচুর মানুষ ছবিটি দেখেছেন। ঈদের সময় থেকেই হলে চলছে ছবিটি। কেউ কোনো অভিযোগ করেননি এতো দিন। সাতক্ষীরায় একটি হলে ছবিটি চলতে দেওয়া হয়নি। হয় তো বোঝার ভুল। যারা ছবিটি বন্ধ করেছেন তারা হয় তো ছবিটি দেখেননি।’
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ‘ সাতক্ষীরা একটি স্পর্শকাতর এলাকা। এখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন কোন কাজ করতে দেওয়া হবে না। তবে অভিযোগের পর বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাইয়ের পর যদি দেখা যায় সিনেমাটিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোন বিষয় নেই তবে প্রদর্শনের জন্য অনুমতি দেওয়া হবে। তবে আপাতত জান্নাত সিনেমা প্রদর্শন বন্ধ থাকবে।’
ঈদুল আজহায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা জান্নাত সিনেমাটি মুক্তি পায়। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, মাহিয়া মাহি, মিশা সওদাগর, আলী রাজ প্রমুখ।
এমএবি/জেআইএম