রোদেলাকে পেয়ে বুবলীকে ধন্যবাদ দিলেন শাকিব
নায়িকা হিসেবে রোদেলাকে পেয়ে বুবলীকে ধন্যবাদ দিলেন শাকিব খান। বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে শাকিবের ‘শাহেনশাহ’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় অভিনয় করবেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত।
এই অনুষ্ঠানে জানা যায়, নতুন নায়িকা রোদেলা জান্নাত এক সময় সংবাদ পাঠিকা ছিলেন। বুবলীর পরে শাকিবের সঙ্গে দ্বিতীয় কোনো সংবাদ পাঠিকা জুটি হচ্ছেন। এর পেছনে বুবলীরই অবদন আছে বলে মনে করেন ঢালিউডের কিং খান।
শাকিব খান বলেন, ‘চমৎকার মেয়ে রোদেলা জান্নাত। আমি জানতাম না সে নিউজ প্রেজেন্টার ছিল। বুবলীর পরে আবারও নায়িকা হিসেবে নিউজ প্রেজেন্টার পেলাম। আরও অনেক নিউজ প্রেজেন্টারই নায়িকা হতে চাচ্ছে। প্রায় ৩-৪ জনের প্রপোজাল এসেছে আমার কাছে। ভেরিগুড সাইন। বুবলীকে ধন্যবাদ, আসলে বুবলী আসার কারণে অনেক নিউজ প্রেজেন্টারই সিনেমায় আসতে চাইছে। এটা সিনেমার জন্য অনেক ভালো দিক। ভালো ভালো মেয়েরা সিনেমায় আসতে চাইছে।’
শাকিব আরও বলেন, ‘এই সিনেমায় অনেক গুণী শিল্পীরা অভিনয় করবেন। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও নির্মাতা শামীম আহমেদ রনি দুজনই প্রশংসার দাবিদার। তারা একটা ভালো ছবি উপহার দিতে চায়। এদিকে দিন শেষে আমি বাংলাদেশেরই। এই দেশ আমার, এই ইন্ডাস্ট্রি আমার। এই ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য ফাইট করতে হলে আমাকেই করতে হবে। আমি আমার কর্তব্য ঠিক মতো পালন করে যাচ্ছি। ঈদের পর আমাকে অনেকে ফোন করে বলেছে বাংলাদেশের সিনেমা দেখেও যে চোখ জুড়ায় তার প্রমাণ হচ্ছে ক্যাপ্টেন খান।’
শাকিব জানালেন এই ছবির জন্য নিজেকে বদলে ফেলবেন। তিনি বলেন বললেন, ‘আজকের এই শুভ দিনে আমার ব্যক্তিগত একটা ঘোষণা দিতে চাই। ব্যক্তিগত ঘোষণা মানে বিয়ে টিয়ে কোনো ঘোষণা না। আমি এই সিনেমায় একটা নতুন শাকিব খানকে প্রেজেন্ট করবো। দর্শকরা নতুন শাকিবকে পেয়ে গর্বিত হবে। আমার পুরোনো দিনের সব মন্দ জিনিসগুলোকে ধুয়ে নতুন এক শাকিবকে প্রেজেন্ট করবই। সামনে একটা পবিত্র দিন আছে, শুক্রবার। সেদিন জুম্মার নামাজ পড়ে নতুন শাকিব গড়ার কাজ শুরু করবো।’
‘শাহেন শাহ’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, কক্সবাজারে আগামী ১১ সেপ্টেম্বর এই সিনেমার শুটিং শুরু হবে।
তিনি বললেন, ‘পরিকল্পনা রয়েছে পুরো সিনেমার শুটিং বাংলাদেশেই করবো। গল্পটি ভিন্ন, আশা করি আমাদের অন্যান্য ছবির মতো এই ছবিটিও দর্শকদের কাছে ভালো লাগবে।’
এমএবি/এলএ/পিআর