অঞ্জনের গান নিয়ে ‘একদিন বৃষ্টিতে’ সাবিলা নূর
ভালোলাগা, বন্ধুত্ব, প্রেম, পাগলামী ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গভীরতাকে ঘিরে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘একদিন বৃষ্টিতে’। রিফাত আদনান পাপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাহাত মাহমুদ।
এটি আজ রোববার (২৬ আগস্ট) রাত ৯টায় প্রচার হবে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভিতে।
এ নাটকে অভিনয় করেছেন নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তার বিপরীতে এখানে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জোভানকে। তারা দুজনে ‘শত ডানার প্রজাপতি’, ‘জোনাকির আলো’, ‘কল্পনার বারান্দা’ ইত্যাদি নামের দর্শকপ্রিয় নাটকগুলোতে জুটি হয়েছেন। এই নাটকে তাদের সঙ্গে আরও আছেন তালহা খান, সায়মা প্রমুখ।
নির্মাতা রাহাত জানান, কলকাতার নন্দিত গায়ক অঞ্জন দত্তের ‘একদিন বৃষ্টিতে বিকেলে’ গান ও তার আরও বেশ কিছু জনপ্রিয় গানের কথাকে গানটির কথা অবলম্বন করে সাজানো হয়েছে এই নাটকের চিত্রনাট্য। যেখানে দেখা যাবে, গল্পটা শুরু হয় একটি কাকতালীয় ঘটনার মধ্য দিয়ে।
গল্পে বিলাস সংগীতপ্রিয় ছেলে। অঞ্জন দত্তের মতো বড় গায়ক হবে সেই স্বপ্ন বুকে লালন করেই বিলাসের যাপিত জীবন। এমন কি ভালোলাগা, মায়া, প্রেম বিষয়টাও যে তার জীবনে এমন হুট করে আসবে এবং তার সাথে এই বৃষ্টি আর অঞ্জন দত্ত মিশে থাকবে তা কিছুটা হলেও অবাক করার মত ছিল তার কাছে। আর বিলাসের জীবনে সেই অনাকাঙ্ক্ষিত বৃষ্টি নিয়ে আসে অথৈ।
এলএ/পিআর