নুহাশ নন, সুজনের ছবিতে প্রসেনজিৎ
আশুতোষ সুজনের পরিচালনায় ছবিতে অভিনয় করতে যাচ্ছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদপুত্র নুহাশ আহমেদ। সম্প্রতি এমন খবর একাধিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।
কিন্তু নির্মাতা সুজন নিজে নিশ্চিত করলেন, এই খবরটি সত্যি নয়। তিনি শনিবার দুপুরে জাগো নিউজকে বলেন, ‘আমার ছবিতে নুহাশের অভিনয়ের খবরটি বানোয়াট। এর কোনো ভিত্তি নেই। কারা, কেন এই খবর প্রকাশ করছেন তাও আমার জানা নেই। নুহাশের সাথে অভিনয়ের বিষয়ে আমার কোনো কথাই হয়নি। এ ধরণের মনগড়া খবর প্রিয় সংবাদকর্মীদের কাছ থেকে কাম্য নয়।’
এদিকে আশুতোষ সুজন নতুন খবর জানালেন, চিত্রনায়িকা মৌসুমীর পাশাপাশি এই ছবিতে অভিনয়ের সম্ভাবনা রয়েছে বুম্বাদা খ্যাত কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। এ নিয়ে সুজন বলেন, ‘বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। কেবল ফোনে প্রসেনজিতের সাথে ছবির গল্প ও চরিত্র নিয়ে কথা হয়েছে। তিনি আগ্রহ প্রকাশ করেছেন। এ মাসের শেষের দিকে আমরা কলকাতায় গিয়ে তার সাথে বসবো। সবকিছু মিলে গেলে মৌসুমীর বিপরীতে দেখা যাবে তাকে।’
সুজন তার ছবিটি নিয়ে বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে তৈরি করা হচ্ছে ‘আমার বাবা’ ছবিটি। এর একটি অংশজুড়ে থাকবে সমসাময়িক গল্পও। প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের ‘আমার বাবার জুতা’ শিরোনামের ফিচার ও তার মা আয়েশা ফয়েজের লেখা ‘জীবন যেমন’ বই থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘আমার বাবার’ গল্প।’
সুজন ইতোমধ্যে হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। সেই সূত্র ধরে কিছু উড়ো খবর ছড়িয়েছে। অনেকে মনে করছেন ছবিতে ওই পরিবারের কেউ কেউ অভিনয়ও করছেন।
বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের অনুদানে চলচ্চিত্রটি তৈরি হচ্ছে। ইতোমধ্যে পিরোজপুরের নাজিরপুরে বৃষ্টির দৃশ্য ধারণ করা হয়েছে। এতে অংশ নিয়েছেন মৌসুমী। অক্টোবর মাস থেকে পরের লটের দৃশ্যধারণ শুরু হবে। সিনেমায় থাকবে ৭টি গান। গান তৈরি করছেন দেশের স্বনামধন্য সুরকার ও সঙ্গীত পরিচালকেরা।
এলএ/আরআইপি