ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শিশুদের গায়ে হাত তোলার প্রতিবাদ জানালেন শাকিব

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৪ এএম, ০২ আগস্ট ২০১৮

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তিব্র প্রতিবাদ জানালেন ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। প্রয়োজন হলে তিনিও এই শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেবেন বলে জানিয়েছেন। সরকারকে তাদের দাবি মেনে নেয়ার জন্য অনুরোধও করেছেন শাকিব।

শাকিব খান বললেন, ‘যে আন্দোলন আমাদের বড়দের করার কথা সেই আন্দোলন করছে শিশুরা। তাদের গায়ে পুলিশ হাত তুলছে। আমার অবাক লাগছে। আমি এর প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে অনুরোধ করছি শিশুদের গায়ে হাত তুলবেন না। আপনাদের ঘরেও এমন শিশু রয়েছে। শিশুদের দাবি মেনে নিন। তাদের সুন্দর পরিবেশে স্কুলে যাওয়ার পরিবেশ তৈরি করে দিন। আমি এই আন্দোলনের সমর্থন করছি। প্রয়োজন হলে আমিও শিশুদের হয়ে রাস্তায় দাঁড়াব।’

শাকিব আরও বলেন, ‘দুজন শিক্ষার্থী মারা গেছে, তাদের বন্ধুরা রাস্তায় নেমেছে বিচার চাইতে। তারা তো নামবেই। আমার মনে হয় এই বিষয়টি আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী দেখছেন, তিনি এসবের সুরাহা করবেন। পাশাপাশি যারা এই বিষয়গুলো দেখাশোনা করেন, তারা বিষয়গুলোর দিকে নজর দেবেন। আর এমন শাস্তির ব্যবস্থা করবেন যেন এরপর এমন ঘটনা আর না ঘটে।’

বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যমে রাজধানীর শনির আখড়া এলাকায় একজন আন্দোলনকারীর ওপর দিয়ে ট্রাক চালিয়ে নেয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে প্রতিক্রিয়ায় শাকিব খান বলেন, ‘ভিডিও দেখলাম, একটি পিকআপ আটকালো ছাত্ররা। সবাইকে মাড়িয়ে পিকআপটি পালানোর চেষ্টা করছে। এটা কীভাবে সম্ভব? জলজ্যান্ত মানুষের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে, এটাও কী সম্ভব? আমি আসলে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না।’

এমএবি/এলএ/বিএ

আরও পড়ুন