ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অসুস্থ হয়ে হাসপাতালে মিতা হক

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৬ জুলাই ২০১৮

জনপিয় রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অবস্থা বেশ গুরুতর হওয়ায় কয়েকদিন তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গত ১৯ জুলাই তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মেয়ে ফারহিন খান জয়িতা জানান, মিতা হকের অবস্থা এখন কিছুটা ভালো। তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। আট দিন ধরে হাসপাতালে আছেন মিতা।

দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন এই শিল্পী। গত সপ্তাহে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা জানান, তিনি নিউমোনিয়া ও ডেঙ্গু জ্বরেও আক্রান্ত হয়েছেন। এরপর থেকেই তার চিকিৎসা চলছে।

দেশবরেণ্য সংগীতশিল্পী মিতা হক অভিনেতা খালেদ খানের স্ত্রী। তার চাচা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক। তার মেয়ে জয়িতাও রবীন্দ্রসংগীত শিল্পী। এছাড়াও মিতা হক বিভিন্ন সময়ে জাতীয় রবীন্দ্র সম্মিলন, ছায়ানটসহ বেশ কিছু সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।

এমএবি/এলএ/আরআইপি

আরও পড়ুন