ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মঞ্চে আসছে বাতিঘরের ‘র‍্যাডক্লিফ লাইন’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৬ জুলাই ২০১৮

মিথ্যা অহ‌মিকা আর ভোগ দখ‌লের জন্য আ‌দিম যুগ থে‌কে শুরু ক‌রে এখন পর্যন্ত জাতিতে জাতিতে পারস্প‌রিক দ্বন্দ্ব চ‌লে আস‌ছে। এই মিথ্যা অহ‌মিকায় সৃষ্ট সি‌স্টেমে জাঁতাকলে পিষ্ট হ‌চ্ছে মানবতা আর ব‌লির পাঠা হ‌চ্ছে মানুষ নি‌জেই। সি‌স্টে‌মের খাঁচায় বন্দী মানুষের ভেত‌রের গল্প নিয়ে বাতিঘর মঞ্চে  নিয়ে আসছে নাটক  ‘র‍্যাডক্লিফ লাইন’।

এটি বাতিঘর এর ৮ম প্রযোজনা। নাটকটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। আগামী শুক্রবার (২৭ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটকটির প্রথম মঞ্চায়ন।

জানা গেছে,  প্রথম মঞ্চায়নের পরের দিন ২৯ জুলাই নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে। নাটকটিতে অভিনয় করবেন সাফিন, আহমেদ অশ্রু, স্বরণ বিশ্বাস , শিশির সরকার , সঞ্জয় হালদার। আলো নিয়ন্ত্রণে তানজিল আহমেদ। মঞ্চ পরিকল্পনায় আছেন খালিদ হাসান রুমি, তাজিম আহমেদ শাওন। সঙ্গীত আয়োজন করেছেন জনি সেন রুবেল, সাদ্দাম রহমান এবং শব্দ প্রক্ষেপণে অপূর্ব দে।

এমএবি/আরআইপি

আরও পড়ুন