আর নিষিদ্ধ নন শাহরুখ
বলিউড সুপারস্টার শাহরুখ খান এতদিন নিষিদ্ধ ছিলেন মুম্বাইয়ের ওয়াংখেড়া স্টেডিয়ামে। নতুন খবর হলো তার সেই নিষেধাজ্ঞা তুলে দিয়েছে মুম্বাই ক্রিকেট এসোসিয়েশন।
রবিবার শাহরুখের ওপর জারি করা নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। ইতোমধ্যে তিনি ৩ বছর ওই স্টেডিয়ামে প্রবেশ করেননি। ঘোষণাটি জানার পর রবিবার রাতেই টুইট বার্তায় মুম্বাই ক্রিকেট এসোসিয়েশনকে ধন্যবাদ দেন ‘হ্যাপি নিউ ইয়ার’ তারকা।
২০১২ সালের ১৪ মার্চ আইপিএলের একটি ম্যাচে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স হারায় মুম্বাই ইন্ডিয়ানকে। এর পরে এক পুলিশকর্মী শাহরুখের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ আনেন। আরও বলা হয়, মাতাল হয়ে তিনি ওই কাণ্ড ঘটিয়েছিলেন।
তবে শাহরুখ জানান, ম্যাচ শেষে তার মেয়ে সুহানাসহ অন্যান্য বাচ্চারা উদযাপন করছিল। সে সময় পুলিশ হস্তক্ষেপ করলে তিনি বাধা দেন।
এদিকে শাহরুখের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন বলিউডরে তারকারা।
এলএ/এমআরআই