হাসপাতাল থেকে ইরফানের আবেগী চিঠি
অনকে দিন থেকেই অসুস্থ বলিউডের দাপুটে অভিনেতা ইরফান খান। বিরল এক রোগে আক্রান্ত তিনি। বর্তমানে ইংল্যান্ডে তার চিকিৎসা চলছে। সম্প্রতি ভারতের টাইমস অব ইন্ডিয়াকে এক দীর্ঘ আবেগী চিঠি লিখেছেন ইরফান। সেখানে উঠে এসেছে তার অসুখ আর এই সময়ের অনেক উপলব্ধির কথা।
ইরফান লিখেছেন, ‘বেশ কিছুদিন হলো জানতে পেরেছি, আমার হাই-গ্রেড নিউরোএন্ডোক্রাইন ক্যানসার হয়েছে। এই শব্দটির সঙ্গে আমার নতুন পরিচয় হয়েছে। রোগটি এতই বিরল যে এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। অনিশ্চিত ভাবে আমার প্রতিটি দিন কাটছে। অথচ এর আগে কিন্তু আমি অন্য এক দুনিয়াতে বুঁদ হয়ে ছিলাম। অনেক স্বপ্ন, পরিকল্পনা আর উচ্চাকাঙ্ক্ষার ডানায় ভর করে ছিলাম। যাত্রী হয়েছিলাম দ্রুতগতির এক ট্রেনের। কিন্তু হঠাৎ আমার সেই যাত্রার ছন্দপতন হলো। মনে হলো যেন ট্রেনের টিকিট চেকার এসে আমাকে জানিয়ে দিয়ে গেছেন, “তোমার সফর এখানেই শেষ। এখন তোমাকে নামতে হবে।” আমি অবাক। সেই টিকিট চেকারের সঙ্গে তর্ক করে চলেছি। তাকে বারবার বলছি, এটি আমার গন্তব্য নয়। তবুও তিনি বলেই যাচ্ছেন, এখানেই নাকি আমাকে নামতে হবে। জীবনের চলার পথে হয়তো এমনই ঘটে।’
ইরফান আরও লিখেছেন, ‘এই বিশাল পৃথিবীতে মানুষ শক্তিহীন প্রাণী ছাড়া আর কিছুই নয়। তবু আমরা এই জীবনকে নিয়ন্ত্রণ করতে ব্যস্ত হয়ে পড়ি। নিজের অসুখের কথা জানার পর হাজারো অনিশ্চয়তার মধ্যে ছেলেকে বারবার বুঝিয়েছি। ওকে বলেছি, ভয় আর অনিশ্চয়তা যেন আমাকে থামিয়ে দিতে না পারে। কিন্তু এর মধ্যে আচমকাই ভয়াবহ যন্ত্রণা আমাকে গ্রাস করেছে।’
হাসপাতালের অনুভূতি প্রকাশ করে ইরফান বলেন,‘ জীবন আর মৃত্যুর মাঝে শুধু এক রাস্তার ফারাক। এখানে একটি সড়ক চলে গেছে, যার এক পাশে একটি হাসপাতাল আর অন্য পাশে ক্রিকেট স্টেডিয়াম। অনিশ্চয়তাই আসলে জীবনের সবচেয়ে নিশ্চিত ব্যাপার। তখন উপলব্ধি করেছি, জীবনের খেলা আমাকে আরও ভালো খেলতে হবে। এ ছাড়া আমার আর কিছু করার নেই। এই প্রথম জীবনকে প্রকৃত অর্থেই চিনতে পেরেছি। মনে মনে ঠিক করেছি, না, হেরে যাব না। যে করে হোক, লড়াইটা চালিয়ে যেতেই হবে।’
সবশেষে লিখেছেন, ‘মানুষ আমার জন্য অনেক প্রার্থনা করছেন, তারা আমাকে শুভকামনা জানাচ্ছেন তাদের অনেককেই আমি চিনি। অনেককে চিনি না। তারা আমাকে অনুপ্রেরণা দিচ্ছে। আর আমি ছুটি চলেছি কোথায় যেন!’
এমএবি/এলএ/পিআর