যোগ ব্যায়াম দিবস পালন করলেন তারকারা
রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার পালিত হলো ‘আন্তর্জাতিক যোগ দিবস-২০১৮’। এই আয়োজনে যোগ দেন হাজারো মানুষ। সেখানে দেখা যায় দেশের শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকাকে।
এদের মধ্যে ছিলেন- অভিনেত্রী রোকেয়া প্রাচী, কণ্ঠশিল্পী মেহরীন, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, মেহজাবীন চৌধুরী, আমান রেজা, সোহানা সাবাসহ অনেকে।
এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া বেশ কয়েক তারকা খেলোয়ারও অংশ নিয়েছেন এই আয়োজনে।
অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘ইয়োগা বা যোগ ব্যায়াম শুধু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণই করে না অনেক রোগ নিরাময়েও ভূমিকা রাখে। বিশ্বজুড়ে যোগ চর্চায় অসংখ্য মানুষ কাটিয়ে উঠছে হতাশা আর মানসিক অবসাদ।’
উল্লেখ্য আন্তর্জাতিক যোগ (ইয়োগা) দিবস ২১ জুন। প্রাচীন ভারতে এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা হলো ‘যোগ’।
এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা। এই প্রথা ভারতসহ বিশ্বের অন্যান্য দেশেও প্রচলিত রয়েছে।
২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক ‘যোগ দিবস’ ঘোষণার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুনকে আন্তর্জাতিক ‘যোগ দিবস’ ঘোষণা করে।
এইচএ/এমএবি/এমএস