ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এই শাবনূর সেই শাবনূর!

প্রকাশিত: ১০:৪৬ এএম, ০২ আগস্ট ২০১৫

ছবিটির কাজ শুরু হয়েছিলো ২০১১ সালে। ‘পাগল মানুষ’ নামের ছবির পরিচালক ছিলেন এম এম সরকার। নবাগত শায়ের খানের বিপরীতে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় নায়িকা শাবনূর।

কয়েক লটের শুটিংও করেছিলেন। কিন্তু ছবির পরিচালকের হঠাৎ মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়ে পাগল মনের কাজ। অবশেষে ছবিটির নতুন করে পরিচালনার দায়িত্ব নিয়েছেন বদিউল আলম খোকন।

শুরু হয়েছে পাগল মানুষের নতুন লটের কাজ। এই সুবাদে বহুদিন পর অভিনয়ে ফিরলেন শাবনূর। একটি গানের দৃশ্যের জন্য শায়ের খানের সাথে এফডিসির ১ নং ফ্লোরে শনি ও রবিবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বাংলা ছবির নন্দিত এই অভিনেত্রী।

এই শাবনূর আর পুরোনো দিনের সেই শাবনূরে দেখা গেলে অনেক পার্থক্য। সন্তান হবার পর বেশ মুটিয়ে গেছেন। লাবন্যতাও কমে গেছে। তবে অভিনয়ের ধার রয়েছে সেই আগের মতো।

পরিচালক জানালেন, শাবনূরের অংশ নেওয়া ‘মেঘ ডাকছে ডাকুক, বৃষ্টি পড়ছে পড়ুক/ আজকে না হয় আমার বুকে তুমি থাক’ শিরোনামের গানটিতে আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও এস আই টুটুল।

শুটিংয়ের এক ফাঁকে সাংবাদিকদের সাথে আলাপকালে শাবনূর বলেন, ‘সুন্দর একটি গল্পের ছবি ‘পাগল মানুষ’। একটি দুর্ঘটনায় ছবিটির শুটিং বন্ধ হয়ে গিয়েছিলো। সুখের কথা হলো আবারো তা শুরু হয়েছে। শুরু থেকেই ছবিটির সঙ্গে ছিলাম, শেষ পর্যন্ত থাকবো। আশা করছি দর্শকরা আমার প্রত্যাবর্তন গ্রহণ করবে।’

যেহেতু নতুন ছবি নয়। অসমাপ্ত কাজ শেষ করার এক ধরনের দায় থাকে শিল্পীর ওপর। তাই শাবনূর আসলেই অভিনয়ে ফিরছেন কি-না, সেটি এখনও বেশ ঘোলাটে। অবশ্য ফেরার প্রসঙ্গ তিনি উড়িয়েই দিচ্ছেন এক অর্থে। তার ভাষায়, ‘চলচ্চিত্র ছেড়ে কবেই বা গেলাম! এখানে কাজ করেই আমি শাবনূর। এখানেই থাকব চিরদিন।’

জানালেন, সন্তান হবার পর শাবনূর মুটিয়ে গেছেন। নতুন ছবিতে অভিনয়ের জন্য ফিটনেসটাও জরুরি। তিনি তাই সময় নিচ্ছেন। জানাচ্ছেন, কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হয়েছে। নিজেকে ফিট করে কোরবানির ঈদের পরে আবার কাজ শুরু করবেন।

এলএ/এমআরআই