মাহফুজুর রহমানের গান শুনতে ফেসবুকে ইভেন্ট
সত্য যুগ তো কবেই গিয়েছে, কলি যুগও যাবার পথে। কারণ এখন চলছে ভাইরাল যুগ। বাংলায় যাকে বলা যেতে পারে ছোঁয়াছে যুগ। একটার পর একটা ভাইরাল ঘটনায় হিট হয়ে যাচ্ছেন যে কেউ। অখ্যাত কেউ হয়ে উঠছেন গায়ক, অভিনেতা, মডেল। রাতারাতি একজন অচেনা মানুষই হয়ে যাচ্ছেন কোটি কোটি মানুষের আবেগ, আদর্শ।
সমালোচনা হলেও, মানুষের প্রত্যাশা এখন আলোচনায় থাকা। আলোচনার লোভে যা খুশি তাই হচ্ছে আজকাল চারপাশে। জনপ্রিয়তা পেয়েছে ‘ট্রল’ নামে শব্দটি। আবার গুরুত্ব বা অন্যের ব্যক্তি অধিকারে নাক গলিয়ে তাকে ছোট করার প্রবণতাও বেড়েছে সমাজে।
তারই প্রমাণ পাওয়া যায় এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের গান নিয়ে মাতামাতি দেখে। গেল ঈদে এটিএন বাংলায় প্রচার হয় তার গানের একক অনুষ্ঠান। তারপর থেকেই ভাইরাল হয়ে যান তিনি। পরিণত হন সামাজিক যোগাযোগ মাধ্যমের শীর্ষ আলোচিত ব্যক্তিত্বে। তাকে নিয়ে ট্রলও করেন অনেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও তার নাম জড়িয়ে ট্রল করা হয়েছে।
এসবের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ড. মাহফুজুর রহমান। তিনি তখন বেশ কিছু গণমাধ্যমে বলেছিলেন, ‘আমি কাউকে জোর করে আমার গান শুনতে বাধ্য করি না। আমার অনুষ্ঠানটি যখন প্রচার হয় তখন দেখার মতো আরো অনেক কিছুই প্রচার হয় টেলিভিশনে। তারা নিজেরাই ইচ্ছে করে দেখে এবং আমার সমালোচনা করে। আসলে যারা কিছু পারে না, তারাই সমালোচনায় মেতে থাকে। আমি গান ভালোবাসি। গান করেছি, আগামীতেও করবো।’
ঘোষণা অনুযায়ী গেলবারের ধারাবাহিকতা বজায় রেখে এবারের ঈদেও গানের অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাচ্ছেন ড. মাহফুজুর রহমান। এর নাম রাখা হয়েছে ‘মনে পড়ে তোমায়’। এবারের অনুষ্ঠানে এক এক করে ১০টি গান গেয়ে শোনাবেন মাহফুজুর রহমান। সঙ্গে থাকবে বিশ্বের নানা দেশের মনোরম সব লোকেশনে চিত্রায়িত ভিডিও।
এই ভিডিও নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে আলোচনা। শুধু আলোচনাই নয়, ১৮ জুন প্রচার হতে যাওয়া মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান নিয়ে ফেসবুকে একটি ইভেন্টও খোলা হয়ে গেছে। মঙ্গলবার (৫ জুন) রাতে খোলা এই ইভেন্টটিতে ১০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছেন।
তবে বলার অপেক্ষা রাখে না, এই ইভেন্টটিও চালু করা হয়েছে হাসি-ঠাট্টার ছলেই। তার প্রমাণ মেলে সেখানে বিভিন্ন জনের স্ট্যটাসগুলোতে। রাজেস পোদ্দার নামে একজন লিখেছেন, ‘এটেন এবন এটেন নিউজে যারা কাজ করে তারা সত্যিই ভাগ্যবান, স্যারের কাছে থাকতে পারে।’
শামিম হাসান নামে একজন লিখেছেন, ‘প্রজেক্টর ভাড়া করে লাইভ দেখানোর আয়োজন করা হচ্ছে এলাকায়। সবাই চলে আসবেন। স্যার বলে কথা।’
কেউ কেউ আবার ড. মাহফুজুর রহমানের গাওয়া বিভিন্ন গানের লাইন দিয়েই স্ট্যাটাস পোস্ট করছেন।
এলএ/জেআইএম