ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চঞ্চল চৌধুরীর বিশেষ উপহার

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:২৭ পিএম, ০২ জুন ২০১৮

নানা কারণেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে চলচ্চিত্র ‘দেবী’। কবে মুক্তি পাবে ছবিটি, এই প্রশ্ন নিয়মিতই শোনা যায়। অবশেষে সেই প্রতীক্ষার পালা কাটিয়ে জানা গেল মুক্তির তারিখ। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের ৭ তারিখে প্রেক্ষাগৃহে আসবে ‘দেবী’। ছবির প্রযোজনা সংস্থা সি তে সিনেমা’র কর্ণধার জয়া আহসান এই তথ্যই নিশ্চিত করেছেন।

এদিকে গেল শুক্রবার সকাল ১১টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় একই কথা জানালেন এ ছবির ‘মিসির আলি’ চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরীও। গতকাল ১ জুন ছিল তার জন্মদিন। আর জন্মদিনে দর্শক-ভক্তদের উদ্দেশ্যে ‘দেবী’ মুক্তির তারিখ উপহার হিসেবে দিয়েছেন চঞ্চল চৌধুরী। চঞ্চল বলেন, ‘শিল্প এমনি এমনি বাঁচে না। শিল্প বাঁচে পৃষ্ঠপোষকতায়। আর দর্শক যে কোনো শিল্পের পৃষ্ঠপোষক। আশা করা যায় সব শ্রেণির দর্শক দলে দলে ৭ সেপ্টেম্বর থেকে ‘দেবী’ দেখতে প্রেক্ষাগৃহে আসবেন।’

চঞ্চল আরো বলেন, ‘আমরা একটি খারাপ সময়ে দাঁড়িয়ে আছি। সব সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। দূরত্ব তৈরি হচ্ছে। পাশের মানুষগুলোকে ভালোবাসতে হবে। পাশের মানুষ যেন দূরে সরে না যায়। সবাইকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, আত্মকেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে এসে যেটা করলে পরিবারের মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, সেটিই করতে হবে।’

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে নির্মিত হয়েছে। ‘দেবী’ চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী, জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।

এলএ/জেআইএম

আরও পড়ুন