ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এবার মাহির নায়ক জিৎ!

প্রকাশিত: ০৯:১৮ এএম, ৩১ জুলাই ২০১৫

কলকাতার অ্যাকশন হিরো জিৎ’র সঙ্গে স্ক্রীন শেয়ার করতে চলছেন বাংলাদেশের হালের জনপ্রিয় নায়িকা মাহি। জানা যায়, দেশের সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার পরবর্তী সিনেমা ‘ওয়ারিশ’ এর জন্য জুটিবদ্ধ হতে পারেন জিৎ-মাহি। সিনেমাটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা সৈকত নাসির।

এর আগে কলকাতার দুইজন চিত্রনায়কের বিপরীতে মাহিকে দেখা গেছে। অঙ্কুশ এর বিপরীতে ‘রোমিও বনাম জুলিয়েট’ এবং ওমের বিপরীতে ‘অগ্নি ২’ ছবিতে।

এর আগে, জাজ মাল্টিমিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেবার পর একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা কলকাতার নাম্বার ওয়ান নায়ক দেবের বিপরীতে মাহিকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন এমন সংবাদে মুখরিত ছিল মিডিয়া। এবার জিৎ’র বিপরীতে মাহির অভিনয়ের বিষয়টিও গুঞ্জন কিনা সেটা জানার জন্য আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে সবাইকে।

এসকেডি/পিআর