প্রথমবার নাটকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের তিফা
গেলো বছরের শেষের দিকে সবচেয়ে আলোচিত বিষয় ছিলো সুন্দরী প্রতিযোগিতা 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'। প্রায় ২৫ হাজারেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে টপ ৫ নির্বাচিত হয়েছিলেন তৌহিদা তাসনিম তিফা। মিস ওয়ার্ল্ড থেকে বেরিয়ে অনেকেই নাটকে অভিনয় করেছেন। এতদিন নিজেকে অনেকটা আড়ালেই রেখেছিলেন তিফা। এবার আড়াল থেকে বেরিয়ে নিজেকে কাজের সাথে সম্পৃক্ত করলেন। প্রথমবারের মত নাটকে অভিনয় করলেন এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগী।
মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত 'হোম টিউটর' নামের একটি নাটকে অভিনয় করেছেন তিফা। এর এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে বের হওয়ার পর অভিনয় না করা প্রসঙ্গে তিফা বলেন, ‘প্রতিযোগিতা থেকে বেরিয়ে আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। তবে এর মধ্যে কিছু কর্পোরেট শুট করেছি, নেসলে,গ্রামীনফোন এগুলোর এভি শুট করেছি। নাটক বা মিউজিক ভিডিওর অনেক অফার পেয়েছি কিন্তু করিনি। এখন মনে হচ্ছে নিজেকে অভিনয়ের সাথে সম্পৃক্ত রাখাটাই বেটার। তাই অভিনয়ের সঙ্গে যুক্ত হলাম।’
প্রথমবার নাটকে কাজ করা প্রসঙ্গে তিফা বলেন, ‘প্রথম নাটকে কাজ করার অভিজ্ঞতা খুবই দারুণ। নিশো ভাইয়ের সাথে অভিনয় করলাম। নাটকে উনি আমার হোম টিউটর থাকেন। উনাকে আমি পছন্দ করতে শুরু করি তাই উনাকে মেন্যুপুলেট করতে থাকি। হ্যান্ডসাম টিচারকে ভালো লাগলে যা হয় আর কি। নিশো ভাইয়া খুবই মজার মানুষ। আর বান্নাহ ভাইয়াও ভীষণ ভালো। নাটকটিতে অভিনয় করে খুব ভালো লেগেছে।’
তিফা জানালেন, এখন থেকে নিয়মিত অভিনয় করতে চান তিনি। ভালো গল্প ও চরিত্রে অভিনয়ের সুযোগ মিললেই নাটকে অভিনয় করবেন। তিফা নিজেকে একজন রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান,এর পাশাপাশি চলবে তার অভিনয়।
আইএন/এমএবি/জেআইএম