ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নতুন বিতর্কে শাকিব খানের ‘ভাইজান এলোরে’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ০৭ মে ২০১৮

 

কলকাতা ও লন্ডনে এরই মধ্যে শাকিব খান, শ্রাবন্তী অভিনীত ভাইজান এলোরে ছবিটির শুটিং শেষ হয়েছে। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ প্রযোজিত ছবিটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা জয়দীপ মুখার্জি। ছবিটির শুটিং শেষ হওয়ার খবর গনমাধ্যমে প্রকাশ হয়েছে আগে ভাগেই। অন্য দিকে গতকাল রোববার এই ছবিটির নির্মাণ করবেন বলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কাছে অনুমতি চেয়েছেন ছবিটির নির্মাতা জয়দীপ মুখার্জি। পাশাপাশি পরিচালক সমিতির সদস্য পদ চেয়েও আবেদন করেছেন তিনি।

যে ছবিটির নির্মাণ শেষ হয়েছে, তা নির্মাণের অনুমতি চাওয়ার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন, নানা বিতর্ক। ছবিটি যৌথ প্রযোজনারও নয় ভারতীয় ছবি। এদিকে আসছে ঈদের ছবি হিসেবে এই ছবিটি মুক্তি পাবে বলেও প্রচারণা চলছে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য পদ কি পাবেন জয়দীপ? কীভাবে ঈদে মুক্তি পাবে ভাইজান ?

এই বিষয়ে পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন বলেন, ‘আমাদের এখানে (বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে) তিন ধরনের সদস্যপদ রয়েছে। আজীবন সদস্য, সহযোগী সদস্য ও সাধারণ সদস্য। এছাড়াও বাংলাদেশের নাগরিক নয়, তবে বাংলাদেশের কোনো প্রযোজক দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়ে ছবি বানাতে চান এমন কেউ চাইলে অতিথি সদস্য হতে পারেন। সদস্য হওয়ার পর তিনি পরিচালক সমিতির ভোটাধিকার না পেলেও পরিচালক সমিতির সকল সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এর আগে ভারতের গৌতম ঘোষ নিয়মনীতি মেনেই ‘পদ্মা নদীর মাঝি’, ‘শঙ্খচিল’, ‘মনের মানুষ’ ছবিগুলো নির্মাণ করেছেন। জয়দীপ এর বিষয়টিও ভেবে দেখা হবে।’

ভারতের এসকে মুভিজ প্রযোজিত ‘ভাইজান এলো রে’ ছবি বাংলাদেশে মুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু বাংলাদেশ সরকার চলচ্চিত্রে বিদেশী বিনিয়োগের সুযোগ করে দিয়েছে, ভারতের এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা ট্রেড লাইসেন্সসহ অন্যান্য নিয়ম মেনে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতিতে নাম নিবন্ধন করছেন। তিনি পরিচালক হিসেবে বাংলাদেশের পরিচালক না নিলেও বাইরের পরিচালক দিয়ে কাজ করাতে পারেন।’

পরিচালক সমিতির সদস্যপদ না পেলে ছবিটি মুক্তিতে কোনো সমস্যা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে খোকন বলেন, ‘ছবিটি যদি সেন্সর পায় তাহলে তো মুক্তি পেতে বাধা নেই। তবে সাফটা বা বিনিময় চুক্তির মাধ্যমে ছবিটি যদি আসে তাহলে ঈদে ছবিটি মুক্তি পাবে না। কারণ আইন অনুযায়ী যদি বাংলাদেশের কোনো ছবি না থাকে। তাহলেই কেবল বাইরের ছবি মুক্তি পেতে পারে। এছাড়া আর কোনো উপায় নেই।’

এমন অবস্থায় ঈদে ‘ভাইজান এলো রে’ ছবিটি আদৌ মুক্তি পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী, পায়েল সরকারসহ অনেকে।

এমএবি/এলএ/আরআইপি

আরও পড়ুন