অসুস্থ অভিনেতা রিফাত চৌধুরী পাশে রোকেয়া প্রাচী
গেল ৩০ এপ্রিল সড়ক দুর্ঘটনার শিকার হন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। পথচারীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে হাতে প্লাস্টার ও প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শিগগিরই তার হাতে অস্ত্রোপচার করা হবে।
একজন পরিচিত অভিনেতা হয়েও অনেক চেষ্টার পর কেবিনের ব্যবস্থা করতে হয়েছে তাকে। ঢাকা মেডিক্যাল কলেজের পুরোনো ভবনের তৃতীয় তলায় ৪ নম্বর কেবিনে বর্তমানে ভর্তি রয়েছেন এ অভিনেতা। কচি খন্দকার ছাড়া এ অভিনেতাকে কেউ দেখতে যাননি। হয়নি এখনো অপারেশনের ব্যবস্থাও। সে নিয়ে আক্ষেপ প্রকাশ করছেন তিনি। তবে তার আক্ষেপের কথা জেনে রিফাত চৌধুরীর চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।
আজ শনিবার (৫ মে) রিফাত চৌধুরীকে দেখতে হাসপাতালে ছুটে যান রোকেয়া প্রাচী। সেখান থেকে ফিরে তিনি বলেন, ‘আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজে রিফাত চৌধুরীকে দেখতে গিয়েছিলাম তারপর তার কাগজপত্র নিয়ে অর্থোপেডিক ডিপার্টমেন্টের প্রধানের সঙ্গে দেখা করে রিফাত ভাইয়ের চিকিৎসার বিষয়ে কথা বলেছি। ডা. প্রফেসর এম এস জামান শাহিন এই বিভাগের প্রধান, তিনি আমার পূর্ব পরিচিত। তিনি জানিয়েছেন আগামীকাল সকালে চিকিৎসকরা রিফাত ভাইকে দেখবেন এবং অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। আগামী দু-একদিনের মধ্যে পুরো বিষয়টি সমাধান হবে।’
তিনি আরো বলেন, ‘সহশিল্পী হিসেবে রিফাত ভাইয়ের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আগামীকাল চিকিৎসকরা কি সিদ্ধান্ত নেন সেটার ফলোআপ এবং তার চিকিৎসার বাকি যা যা লাগে তার সব আমি বহন করব।’
তিনি রিফাত চৌধুরীর সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন।
এলএ/আরআইপি