ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অবশেষে ঠিক হলো শুভশ্রীর বিয়ের তারিখ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০১:০০ পিএম, ০১ মে ২০১৮

কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী। টালিগঞ্জের পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার প্রেম ও বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি। মিমি চক্রবর্তীর সঙ্গে রাজের প্রেম আছে জানার পর শুভশ্রী আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে শোনা যায়। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গেল মার্চে অংটি বদল হয়েছে অভিনেত্রী শুভশ্রী-রাজের।

অপেক্ষা ছিলো আনুষ্ঠানিক বিয়ের। এবার সেই ঘোষণাও এলো। জানা গেল, নায়িকা-পরিচালক যুগল প্রথা মেনে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন শিগগিরই। বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তারা।

জি নিউজের খবর, সবকিছু ঠিক থাকলে আগামী ১১ মে বাঙালি রীতি মেনেই বিয়ে করবেন রাজ-শুভশ্রী। বিয়ের অনুষ্ঠান হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বাওয়ালি রাজবাড়িতে। আর বিয়ের রিসেপশন হবে ১৮ মে শুভশ্রীর গ্রামের বাড়ি বর্ধমানে।

ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে রাজ শুভশ্রীর বিয়ের কার্ড। শুরু হয়েছে নিমন্ত্রণ পর্বও। সেখানে উপস্থিত থাকবেন কলকাতার নামি দামি সব সিনেমার মানুষেরা। দেখা যেতে পারে রাজের প্রাক্তন প্রেমিকা মিমি ও শুভশ্রীর প্রাক্তন প্রেমিক দেবকেও।

এলএ/আরআইপি

আরও পড়ুন