ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

দিতির মস্তিষ্কে সফল অস্ত্রোপচার

প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৯ জুলাই ২০১৫

নন্দিত চলচ্চিত্রাভিনেত্রী দিতির ব্রেইন টিউমারের সফল অস্ত্রোপচার হয়েছে। ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার।

বাংলাদেশ পরিচালক সমিতির এই মহাসচিব ফেসবুকে নিজের স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর কাছে অনেক অনেক শোকর, সবার প্রিয় অভিনেত্রী দিতির অপারেশন সাকসেসফুল। আশা করি খুব শিগগির সে সুস্থ হয়ে উঠবে।’

দিতির জন্য দোয়া প্রার্থনা করে তিনি বলেন, ‘সবাই তার জন্য দোয়া করবেন।’


প্রসঙ্গত, ঈদের কয়েক দিন আগে হঠাৎ করেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন দিতি। তাৎক্ষণিকভাবে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ২৫ জুলাই ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালে ভর্তি হন। সেখােনেই তার ব্রেন টিউমারের অপারেশন হয়েছে।

অপারেশনের সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রীর সঙ্গে রয়েছেন মেয়ে লামিয়া, কানাডাপ্রবাসী ছেলে দীপ্ত ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।

এলএ/পিআর