বিতর্কিত পুরস্কারের নিয়তি নিয়ে জাজের প্রতিবাদ, কিন্তু….
‘নিয়তি’ চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবে ২০১৬ সালের জন্য সেরা নির্বাচিত হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন হাবিব। কিন্তু তিনি দাবি করছেন, এই ছবিটিতে তিনি কাজ করেননি। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটিতে কলকাতার এক কোরিওগ্রাফার নাচের পরিচালনা করেছিলেন।
কাজ না করেও হাবিবকে নৃত পরিচালক হিসেবে পুরস্কার দেয়া নিয়ে ক্ষোভ আর প্রতিবাদে সরব চলচ্চিত্রপাড়া। সবাই ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে দাবি করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জালিয়াতি করার জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন।
কিন্তু জাজ মাল্টিমিডিয়া দাবি করছে তারা ‘নিয়তি’ ছবিটির প্রযোজনা করেনি। কেবল পরিবেশনা করেছিলো মাত্র। মঙ্গলবার দুপুরে এক ই-মেইল বার্তায় পাঠানো প্রেস বিজ্ঞপ্তি মারফত প্রতিবাদলিপিতে এই কথাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জাজের সিইও আলিম উল্লাহ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সকলের অবগতির জন্য জানাতে চাই, জাজ মাল্টিমিডিয়া একটি স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজনা, পরিবেশক প্রতিষ্ঠান। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও নৃত্য পরিচালক হাবিবকে কেন্দ্র করে কোনো কোনো মহল উদ্দেশ্য মূলকভাবে জাজ মাল্টিমিডিয়ার সুনাম ক্ষুন্ন করার লক্ষে মিথ্যাচার করছে। ‘নিয়তি’ চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান এ, এইচ, খান এন্টারটেইনমেন্ট যাহার স্বত্তাধিকারী জনাব আনিসুর রহমান। উল্লেখ করতে চাই জাজ মাল্টিমিডিয়া নিয়তি চলচ্চিত্রটির পরিবেশক মাত্র। নিয়ম অনুযায়ী জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর জন্য প্রযোজনা প্রতিষ্ঠান আবেদন করে। তাই এই চলচ্চিত্রের তথ্যগত কোনো ভুলের দায় জাজ মাল্টিমিডিয়ার উপর বর্তায় না।’
সেখানে সিইও আরও বলেন, ‘আমরা এই মিথ্যাচারের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সংশ্লিষ্ট মহলকে জাজ মাল্টিমিডিয়াকে জড়িয়ে সকল ধরণের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য আহব্বান জানাচ্ছি, অন্যথায় জাজ মাল্টিমিডিয়া আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ১২ আগস্ট মুক্তি পায় আরেফিন শুভ ও জলি জুটির প্রথম ছবি ‘নিয়তি’। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি ছিলো যৌথ প্রযোজনার। এটি কলকাতায় মুক্তি পেয়েছিলো ২০ জুলাই। কলকাতার এসকে মুভিজের পাশাপাশি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে তখন সবখানেই উচ্চারিত হয়েছে জাজ মাল্টিমিডিয়ারই নাম। প্রযোজক হিসেবে লেখা হয়েছে জাজ প্রধান আব্দুল আজিজের নাম। গণমাধ্যমে ছবিটি সংশ্লিষ্ট সব সংবাদ ও নির্মাতা-তারকাদের সাক্ষাতকারেও প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে জাজ মাল্টিমিডিয়াকেই লেখা হয়েছে।
বাংলাদেশে ছবিটি মুক্তির আগে ৭ আগস্ট ঢাকা ক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজনও করা হয়েছিলো। সেখানে ছবিটির প্রযোজক হিসেবে বক্তব্যও দিয়েছিলেন জাজ কর্ণধার আব্দুল আজিজ। সেই বক্তব্য ছাপাও হয়েছিলো বিভিন্ন গণমাধ্যমে। সেই বক্তব্যের কোনো প্রতিবাদ করেনি জাজ মাল্টিমিডিয়া।
এই বিষয়ে জানতে চাইলে জাজের সিইও আলিম উল্লাহ খোকন বলেন, ‘আমাদের ব্যানারে মুক্তি পাওয়া আর আমাদের প্রযোজনা করা দুটি বিষয় আলাদা। সম্পতি মুক্তি পাওয়া ‘বিজলী’ ছবিটি আমাদের প্রযোজনায় নির্মিত হয়েছে এই দাবি অনেকেই করছেন। কিন্তু এটি চিত্রনায়িকা ববি প্রযোজিত ছবি। আমরা কেবল পরিবেশনা করেছি। ‘নিয়তি’ তেমনই ছিলো। কাগজে কলমে এই ছবির প্রযোজক এ, এইচ, খান এন্টারটেইনমেন্টের স্বত্তাধিকারী আনিসুর রহমান।’
তিনি আরও বলেন, ‘অনেক ছবির প্রযোজকই আছেন যারা সিনেমাকে ভালোবেসে নিরবে-নিভৃতে টাকা লগ্নি করে থাকেন। নিজেদের আলোচনায় আনতে চান না। তখন সেইসব প্রযোজকদের ছবি পরিবেশনার দায়িত্ব নিলে এর প্রচারের সবকিছুই আমরা করে থাকি। ‘নিয়তি’র ক্ষেত্রেও তাই হয়েছে। সবাই আমাদের প্রযোজক ভেবে সেটা লিখেছে। ছবির প্রচারটাই সেখানে মূখ্য ছিলো, তাই প্রতিবাদের প্রয়োজন পড়েনি। আমরা প্রযোজক হলে অবশ্যই সেই দায় নিতাম।’
এলএ/জেআইএম