ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এবার ক্রিকেটীয় বিজ্ঞাপনে ভ্রু কাঁপানো সেই প্রিয়ার জাদু

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২২ এপ্রিল ২০১৮

একটি চলচ্চিত্রে ভ্রু কাঁপিয়ে বিশ্ব মাতিয়েছেন মালয়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার। এবার তাকে দেখা গেল একটি বিজ্ঞাপনে। সেখানেও তার ট্রেডমার্ক ভ্রু কাঁপানো চোখের নাচন দেখা গেছে। সম্প্রতি প্রচারে এসেছে বিজ্ঞাপনটি। সেটিও এসেছে আলোচনায়।

সেই বিজ্ঞাপনটি ছিলো চকোলেটের। সেখানে ক্রিকেটীয় বিজ্ঞাপনে চোখের জাদু চালালেন প্রিয়া। সাধারণ দর্শকের মনে এখন আইপিএল। চলতি মরসুমের উত্তাপ ছড়িয়ে দেওয়ার জন্যই বিশেষভাবে তৈরি হয়েছে এই বিজ্ঞাপন।

বিজ্ঞাপনটি শুট হয়েছে একটি স্টেডিয়ামের ভিতর। যেখানে ক্রিকেট প্র্যাক্টিস চলছে। একদিকে বাউন্ডারি লাইনের ধারে বসে চকোলেট খাচ্ছেন প্রিয়া। হঠাৎ একজন প্লেয়ারের হিটে বল এসে পড়ে বাউন্ডারি লাইনে প্রিয়ার কাছে। অন্য এক প্লেয়ার এসে তার কাছে বলটি চান। তখন চোখের জাদু চালিয়ে প্রিয়া বলেন, ‘ম্যায় ফেকি হুয়ি চিজে, নেহি উঠাতি।’

এই বিজ্ঞাপনের ভিডিওটির ভিউ ৫ দিনে ৬১ হাজার ৭৫১। যা প্রিয়ার সেই ২৬ সেকেন্ডের ভিডিওর ভিউ থেকে অনেকটাই কম।

‘ওরু আডার লাভ’ ছবির মানিক্য মালরায় পুভি গানে প্রথম দেখা গেছিল প্রিয়াকে। সেই ভিডিওতে মাত্র ২৬ সেকেন্ড ছিল তার উপস্থিতি। আর তাতেই নিজের চোখ ও হাসির জাদুতে দর্শকদের ঘায়েল করে রাতারাতি সোশাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছিলেন প্রিয়া।

এলএ/আরআইপি

আরও পড়ুন