ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আবারো দেশের বাইরে রক্তকরবী

প্রকাশিত: ১১:০৯ এএম, ২৮ জুলাই ২০১৫

দীর্ঘদিন পর জনপ্রিয় নাট্যদল প্রাঙ্গণেমোর’র ৪র্থ প্রযোজনা ‘রক্তকরবী’ দেশের বাইরে মঞ্চস্থ হতে যাচ্ছে। নাটকটি আগামী ১ আগস্ট কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস মিলনায়তনে প্রদর্শিত হবে।

কলকাতার বিখ্যাত নাট্যদল পূর্ব-পশ্চিম আয়োজিত ২৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ৬ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে। এ নাট্যোৎসবে রক্তকরবী নাটক মঞ্চায়নের জন্য প্রাঙ্গণেমোরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৩১ জুলাই ২৬ সদস্যের দল নিয়ে মৈত্রী এক্সপ্রেস যুগে দলটি কলকাতার উদ্দেশ্যে রওনা হবে।

রক্তকরবী নাটকটি এর আগে ভারতের কল্যাণী ও বহরমপুরে মঞ্চায়িত হয়েছে। সেখানকার দর্শকদের কাছে নাটকটি সমাদৃত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।

নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, আউয়াল রেজা, শিশির রহমান, পলাশ, জসিম, সরোয়ার সৈকত, সাগর, রিগ্যান, সুমী, মনির, শুভ, শুভেচ্ছা, সীমান্ত, কিশোর, প্রকৃতি, সুজয়, চৈতী, সোহাগ।  

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম সারির নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’ নিয়মিতভাবে রবীন্দ্রনাথের নাটকের চর্চা করে আসছে। ইতিমধ্যে দলটি রবীন্দ্রনাথের ৪টি নাটক মঞ্চে এনেছে যা দেশ বিদেশে দর্শক নন্দিত হয়েছে।

এলএ/আরআইপি