ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চার মেয়ের বাবা আফজাল হোসেন!

প্রকাশিত: ১০:১৯ এএম, ২৮ জুলাই ২০১৫

অভিনেতা আফজাল হোসেনকে যারা খুব ভালো করে জানেন তারা শিরোনাম দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন। দাম্পত্য জীবনে দুই পুত্র সন্তানের বাবা এই অভিনেতা। তার কোনো মেয়ে নেই।

কিন্তু মঙ্গলবার ফেসবুকে তিনি নিজেই জানালেন তার কন্যার সংখ্যা চারজন! রহস্যের জট খুললেন নিজেই। তিনজন মেয়ের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলে সেটি ফেসবুকে শেয়ার দিয়েছেন তিনি। জানালেন এই তিনজন তার মেয়ে। আরো একজন আছে, তবে তিনি ছবিতে অনুপস্থিত।

পুরো স্ট্যাটাস পড়ে জানা গেল, ‘এই চার কন্যা জন্ম সূত্রে আমার মেয়ে নয়। বৈবাহিক সূত্রে তারা আমার মেয়ে। চারজনই আমার বন্ধুর মেয়ে। তাদের বিয়েতে আমাকে উকিল বাবা হতে হয়েছে। সেই সূত্রে চার কন্যার বাবা আমি।’

আফজাল হোসেনের চার কন্যার তিনজন রয়েছেন ছবিতে। আফজাল হোসেন জানান, একে একে চার বন্ধুর চার কন্যার বিয়ে হয়ে গেল। বিয়ের বেলায় উকিল বাবার দরকার হয়। সৌভাগ্যবশত, আমিই সবার সেই বাবা। এখন আমার চার চারটে কন্যা সন্তান। সোমবার এটা ভেবে বেশ আনন্দবোধ হয়েছিল। চার কন্যার সাথে ছবি তুলতে পারলে ভাল হতো। কিন্তু একজন ছিল অনুপস্থিত।

তিনি আরও জানান, বন্ধু মিলন-জ্যোস্না’র কন্যা একা ছবিতে নেই। একা হলো আমার প্রথম কন্যা। ছবিতে সর্ব বামে দাঁড়ানো ছোঁয়া। সানা-ডলি’র মেয়ে। উকিল বাবা হিসেবে আমার দ্বিতীয় কন্যা। ছোঁয়ার পাশে আলম-মিলি’র মেয়ে আঁকা। সে আমার তৃতীয় কন্যা। গতকাল দিদার-নীলি’র একমাত্র কন্যা নিধি’র বিয়ে হলো। নিধি হলো আমার চার নম্বর কন্যা।

প্রসঙ্গত, গেল রোজা ঈদে ‘তবুও আমারে দেবো না ভুলিতে’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন আফজাল হোসেন। তার বিপরীতে ছিলেন সুবর্ণা মুস্তাফা। আজাদ আবুল কালামের রচনায় টেলিছবিটির পরিচালনা করেছিলেন আরিফ খান।

এলএ/পিআর