দেবীর নতুন পোস্টারে রহস্য বাড়ালেন জয়া
অমর কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিত হচ্ছে একই নামের সিনেমা। সরকারি অনুদানে এই ছবিটি প্রযোজনা করছেন অভিনেত্রী জয়া আহসান। এতে জনপ্রিয় সাহিত্য চরিত্র মিসির আলি হয়ে হাজির হচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
ছবিটির প্রথম পোস্টারে মিসির আলি লুকে চমক দেখিয়েছিলেন চঞ্চল। এবার প্রকাশ হলো আরও একটি পোস্টার। সেখানে দেখা গেল রানু চরিত্রের জয়া আহসানকে। আজ রোববার (১৫ এপ্রিল) ‘দেবী’ ছবির দ্বিতীয় পোস্টার প্রকাশ হয়েছে। সেখানে জয়া বাড়িয়েছেন রহস্যের জট। পোস্টারটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘চলুন রানুর রহস্যময় জগতে’।
এদিকে জানা গেল, আজ সন্ধ্যাতেই প্রকাশ হবে ‘দেবী’ ছবির টিজার।
অনম বিশ্বাসের পরিচালনায় এই ছবিতে চঞ্চল চৌধুরী ও জয়া আহসান ছাড়া আরো অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের ও শবনম ফারিয়া প্রমুখ। ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবির শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। ছবিটির সম্পাদনা চলছে এখন। শিগগিরই জানা যাবে এর মুক্তির তারিখ।
এলএ