ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবে পিঁপড়াবিদ্যা

প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৭ জুলাই ২০১৫

ভারতের সিনে সোসাইটিগুলোর সম্মিলিত মঞ্চ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া ভাল ছবির দর্শক তৈরি করার লক্ষ্য নিয়ে ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।

কলকাতায় আয়োজিত এই অভিনব চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ ছবিটি। মূলত এই ছবি দিয়েই সূচনা হচ্ছে উৎসবটির।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিচালক নিজে। এছাড়াও আরও থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত  এবং নাট্যকার ও পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু।

এই চলচ্চিত্র উৎসবে যেসব ছবি দেখানো হবে সেগুলো পর্যায়ক্রমে ভারতের ৩০টি শহরে চলচ্চিত্র উৎসব আয়োজনের মাধ্যমে দেখানো হবে। আর এজন্যই এটিকে ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব আখ্যা দেয়া হয়েছে।

উৎসবে যে ১০টি ছবি দেখানো হবে সেগুলোর কোনটিই ভারতে ইতিপূর্বে আনুষ্ঠানিকভাবে দেখানো হয়নি।

জানা গেছে, আগামী ৩ আগস্ট কলকাতায় এই উৎসবের সূচনা হবে ‘পিঁপড়াবিদ্যা’ দিয়ে। এছাড়াও আফগানিস্তান, কাজাকিস্তান, সার্বিয়া, আর্জেন্টিনা, ফিলিপিনস ও ইরানের ছবিও দেখানো হবে।

এলএ/আরআইপি