ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এখন ব্যবসায়ী ডলি সায়ন্তনী

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৩ এপ্রিল ২০১৮

জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। বিশেষ করে ফোক গানে নিজের একটি শক্ত অবস্থান তিনি গড়ে নিয়েছিলেন অনেক আগেই। সেই সাথে আধুনিক গানেও রয়েছে তার দূর্দান্ত বিচরণ। নিজের একক অ্যালবামের পাশাপাশি তিনি গেয়েছেন চলচ্চিত্রেও। আর স্টেজে সারা বছরই সরব থাকেন । মাঝে কয়েক বছরের বিরতি নিয়েছিলেন অ্যালবাম থেকে। বিরতি কাটিয়ে এখন আবার সরব হয়েছেন ডলি।

বর্তমানে ব্যস্ততার প্রশ্নে ডলি সায়ন্তনী বলেন, গান নিয়েই আসলে সময় চলে যায়। গানের পাশাপাশি পরিবারকেও সময় দিচ্ছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তবে বর্তমানে নতুন একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সাথে আমরা দম্পতি যুক্ত হয়েছি। এটা নিয়েই ব্যস্ততা যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছি আমাদের রাইজ গ্রুপের।

একটি সুন্দর আগামীর জন্য শ্লোগান নিয়ে বনানীতে গত ১ এপ্রিল রাইজ গ্রুপ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে । এই উপলক্ষে বনানী নিজস্ব অফিসে উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গ্রুপের চেয়ারম্যান ফাইযান খান। আরো উপস্থিত ছিলেন গ্রুপের ভাইস চেয়ারম্যান সংগীতশিল্পী ডলি সায়ন্তনী এবং ব্যবস্থাপনা পরিচালক শামিম আজাদ ।

রাইজ সিটি ডেভলপমেন্ট লি: রাইজ প্রর্পাটিস লি: এবং রাইজ এভিয়েশন এক্সপ্রেস লি: নামে তিনটি কোম্পানি একসাথে যাত্রা শুরু করে।

এ প্রসঙ্গে রাইজ গ্রুপের চেয়ারম্যান ফাইজান খান বলেন, ‘একটি সুন্দর আগামীর জন্য’ এই স্লোগান নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই স্লোগান নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি। আমাদের লক্ষ্য একটাই গ্রাহকের সব সুযোগ-সুবিধা রক্ষায় আমরা প্রতিশ্রুতি বদ্ধ। রাইজ গ্রুপ গ্রহকের সকল প্রতিশ্রুতি সঠিক ভাবে রক্ষায় বদ্ধ পরিকর।’

রাইজ গ্রুপের ভাইস-চেয়ারম্যান কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী বলেন, ‘ইনশাল্লাহ্ অনেক ভালো কিছু নিয়ে সবার মাঝে হাজির হয়েছি। আসলেই এ উদ্যোগটা আমার স্বামীর ইচ্ছা থেকেই, সে আমাকে বলতো অন্যের চাকুরী তো অনেক হলো এবার নিজেরা কিছু করি। সেই থেকে আর কি রাইজ গ্রুপ নিয়ে স্বপ্ন বাঁধি।’

রাইজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম আজাদ বলেন, ‘আমরা উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। ঢাকার চরম যানজটের ভোগান্তি থেকে মুক্তি দিয়ে রাজউক পুর্বাচল নিউ টাউনের কোল ঘেঁষে একটি সবুজ আবাসন উপহার দিতে চাই।ছয় মাস থেকে শুরু করে বিভিন্ন ধাপে প্লট ও ডুপ্লেক্স হস্তান্তর এর লক্ষ্যে আমরা আমাদের টিম নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা রাইজ গ্রুপকে প্রতিশ্রুতির দিক দিয়ে একটি শক্ত অবস্থানে রাখতে চাই। আর সেটার ব্যাপারে আমরা খুব সর্তক।’

আইএন/এলএ/আরআইপি

আরও পড়ুন