হিরো ছিলো ঈদের বিশেষ উপহার
সুরের মূর্ছনায় এরইমধ্যে জয় করে নিয়েছেন শ্রোতাদের মন। জনপ্রিয় গায়িকা হিসেবে পেয়েছেন পরিচিতিও। কিন্তু মজার ব্যাপার হলো এখন পর্যন্ত কোনো একক অ্যালবাম বাজারে আসেনি পাওয়ার ভয়েস বিজয়ী জাকিয়া সুলতানা কর্ণিয়ার। সম্প্রতি আলোচনায় এসেছেন ‘হিরো’ নামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করে। এই তরুণ তুর্কী মুখোমুখী হয়েছেন জাগো নিউজের। বলেছেন নিজের মিউজিক ভিডিওসহ একক অ্যালবাম ও সাম্প্রতিক ব্যস্ততার কথা। সঙ্গে ছিলেন রাকিব আল হাসান
জাগো নিউজ : ঈদ কেমন কাটলো?
কর্ণিয়া : দারুণ। এবারের ঈদ ছিলো আমার জন্য বিশেষ কিছু। নতুন মিউজিক ভিডিও আমার ঈদকে রঙিন আর প্রাণবন্ত করে তুলেছে।
জাগো নিউজ : ভিডিও নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?
কর্নিয়া : আল্লাহর রহমতে এখন পর্যন্ত বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি। সবাই খুব প্রশংসা করছেন। এতটা সাড়া পাবো ভাবিনি। হিরো ছিলো আমার ঈদের বিশেষ উপহার। এর সাফল্য আমাকে সামনে আরো ভালো কাজ করতে উৎসাহ করবে।
জাগো নিউজ : গানটির শুটিং হয়েছিলো কোথায়?
কর্ণিয়া : ফরহাদ আহমেদের পরিচালনায় গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছিলো ঢাকাতেই। রাজধানীর মতিঝিল, হাতিরঝিল ও কোকস্টুডিওতে এর শুটিং হয়েছিলো।
জাগো নিউজ : শুটিংয়ের মজার কোন স্মৃতি বা অভিজ্ঞতার কথা মনে পড়ে?
কর্ণিয়া : হ্যাঁ পড়ে। তবে ব্যাপারটা মজার কিনা জানিনা। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনের রাস্তায় শুটিং হবার কথা ছিলো। শুক্রবারকে বেছে নেয়া হয়েছিলো যাতে করে মানুষের ভীড় কম থাকে। কিন্তু তাতেও দেখা গেল প্রচুর উৎসুক মানুষের আনাগোনা। তো তাদের মধ্যে অনেকেই জানতে চাইছিলেন কোন ছবির শুটিং চলছে? আবার কেউ কেউ জিজ্ঞেস করছিলো আমি নতুন নায়িকা কি না। শুনে বেশ হাসি পাচ্ছিলো এমন অভিজ্ঞতায় বেশ মজা পেয়েছি।
তবে আরেকটা ব্যাপার হয়েছিলো যেটা কিছুটা বিড়ম্বনায়। শুটিং শেষ হওয়ার আগেই পুরো ইউনিটকে বৃষ্টিতে ভিজতে হয়েছিলো।
জাগো নিউজ : প্রথম ভিডিওতে সাফল্য পেয়েছেন। নতুন কোনো মিউজিক ভিডিও প্রকাশের কথা ভাবছেন কি?
কর্ণিয়া : আপাতত না। মাত্রই তো একটা ভিডিওর কাজ শেষ করলাম। আরো কিছুদিন যাক। তারপর দেখা যাবে। এ মুহূর্তে নিজের একক অ্যালবাম নিয়ে ভাবছি।
জাগো নিউজ : নতুন অ্যালবামটি বাজারে আসছে কবে?
কর্ণিয়া : এখন পর্যন্ত দিন তারিখ ঠিক করা হয়নি। আসলে একেকটা গান করতে প্রচুর সময় লেগে যাচ্ছে। আর আমিও খুব বেশি তাড়াহুড়ো করতে চাচ্ছিনা।
জাগো নিউজ : অ্যালবামের নাম কি রাখা হবে?
কর্ণিয়া : নামও আসলে ঠিক করিনি এখনো।
জাগো নিউজ : কয়টি গান থাকছে অ্যালবামটিতে? গানগুলোর সুর ও সঙ্গীতের কাজ করেছেন কারা?
কর্ণিয়া : অ্যালবামটিতে ৮টি গান রাখার পরিকল্পনা করেছি। আর অ্যালবামটির মিউজিক নিয়ে এখন পর্যন্ত পার্থ মজুমদার দাদা ও ধারক ব্যান্ডের ভোকাল নির্ঝর চৌধুরি কাজ করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত আর কেউ যোগ হন কি না।
জাগো নিউজ : অ্যাকশন জেসমিনের পর নতুন কোন চলচ্চিত্রে গান করেছেন কি?
কর্ণিয়া : বেশ কিছু চলচ্চিত্রের প্লে-ব্যাক করেছি। আরো কিছু চলচ্চিত্রে কাজ করার কথা হচ্ছে। শিগগির শ্রোতারা আমার নতুন গানগুলো শুনতে পাবেন।
জাগো নিউজ : এছাড়া সাম্প্রতিক ব্যস্ততা কেমন?
কর্ণিয়া : মাত্র তো ঈদ গেলো। ঈদের সময় প্রচুর লাইভ শোতে অংশগ্রহণ করলাম। তাছাড়া আউটডোর শো নিয়েও ব্যাস্ত সময় কাটাচ্ছি। বাংলাদেশের বাইরে শো নিয়ে কথা চলছে। আগামী মাসেই হয়তো দেশ ছাড়েতে হতে পারে। পাশাপাশি মিক্সড অ্যালবামের কাজ তো চলছেই।
জাগো নিউজ : সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
কর্ণিয়া : জাগো নিউজকেও ধন্যবাদ। সেইসাথে জাগো নিউজের জন্য শুভেচ্ছা রইলো। আর পাঠকদের বলবো, আমার জন্য দোয়া করবেন। বাংলা গান শুনবেন।
এলএ/আরআইপি