ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভাইবার চ্যাটে পড়শী

প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৬ জুলাই ২০১৫

সময় এখন তথ্য প্রযুক্তির। জীবন যাপনের পাশাপাশি সহজ হয়েছে মানুষের যোগাযোগ ব্যবস্থার। দেশ-বিদেশের তারকারা আজকাল ভক্তদের সাথে সরাসরি যোগাযোগ রাখেন।

তার জন্য ব্যবহার বাড়ছে ফেসবুক-টুইটারসহ আরো অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমের। অন্য দেশের তারকাদের মতো আমাদের শিল্পীরাও এখন ভার্চুয়াললি সরব থাকেন। ক্ষুদে গানরাজ খ্যাত পড়শীও তার ব্যতিক্রম নন।

গেল কিছুদিন আগে ফেসবুকে ভেরিফায়েড হয়েছে পড়শীর ফ্যান পেইজ। পাশাপাশি ইউটিউবেও সমান জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। এবার ভক্তদের আরও কাছে টেনে নিচ্ছেন এ সঙ্গীতশিল্পী।

পড়শীর ভক্তরা এবার চাইলেই পড়শীর সঙ্গে অনলাইন চ্যাট করতে পারবেন ভাইবারের মাধ্যমে। ভাইবার পাবলিক চ্যাটে পাওয়া যাবে এ সংগীতশিল্পীকে। পড়শী জানান, তিনি তার ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতেই এই সেবা চালু করছেন। ২৭ জুলাই থেকে পড়শীকে ভাইবার চ্যাটে পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।

এলএ/এমআরআই