ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কালরাতে পুলিশের প্রথম প্রতিরোধ নিয়ে এসপি লালনের গান

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৮ মার্চ ২০১৮

১৯৭১ সালের পঁচিশে মার্চের কালরাতে হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্সের সদস্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। সেই ঘটনাকে উপজীব্য করে গান লিখেছেন পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। এই গানের সুর করেছেন সাজেদ ফাতেমী। সংগীতায়োজন করেছেন জেআর সুমন। আর কণ্ঠ দিয়েছেন ফিডব্যাকের লুমিন।

গেল রোববার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ‘পঁচিশে মার্চ’ প্রকাশ হয়ে। ওইদিনই রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় জমকালো প্রকাশনা উৎসব। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, যিনি বাংলাদেশ পুলিশের অন্যতম নীতি নির্ধারক, পুলিশের মুক্তিযুদ্ধবিষয়ক কর্মপরিধি ও কার্যক্রমের স্বপ্নদ্রষ্টা এবং বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোক্তা।

গীতিকার লালনের এই গান নিয়ে তিনি বলেন, ‘২৫ মার্চের পুলিশের প্রথম প্রতিরোধ নিয়ে পুলিশকেই কাজ করতে হলো। সেটি করে দেখিয়েছে পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। তাকে অভিনন্দন।’

তিনি আরও বলেন, ‘পুলিশের কাজ কঠিন। কিন্তু এর মাঝেও যে শিল্প চর্চা করা যায় তা করে দেখিয়েছে। চেষ্টা করলে একজন আইজি, এআইজি বা বড় কর্মকর্তা হওয়া যায়। কিন্তু চাইলেই একটা বই লেখা, গান লেখা বা নাট্যকার হওয়া যায় না। এর জন্য বিশেষ প্রতিভা লাগে। আশার বিষয় পুলিশ বাহিনীতে থেকেও এমন প্রতিভা দেখিয়েছেন আমাদের কয়েকজন সদস্য। সংস্কৃতির নানা অঙ্গনে তারা ভূমিকা রাখছেন। তাদের অন্যতম একজন পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।’

তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে নানা প্রতিষ্ঠান ও ব্যক্তিত্ব বিভিন্ন গবেষণা করছে কিন্তু পঁচিশে মার্চে রাজারবাগে পুলিশের অবদান নিয়ে কোন গবেষণা হয়নি। রাজারবাগের কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল, যা আজও বিদ্যমান আছে। এ গানের দ্বারা পুলিশের প্রথম সশস্ত্র প্রতিরোধ ও আত্মত্যাগ জাতির কাছে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছাবে।’

রাজারবাগের সেদিনের প্রতিরোধ নিয়ে যদি সংস্কৃতি অঙ্গনের কেউ কাজ করেন, তবে পুলিশের সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধ্রব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রব কুমার গুহ, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, ফিডব্যাকের লাবু রহমান, ফোয়াদ নাসের বাবু, নির্মাতা ফখরুল আরেফিন খান, অভিনেতা ডিএ তায়েব, সাংবাদিক ও কলামিস্ট আলমগীর স্বপন, সাংবাদিক মাহবুব আলম লাভলু, শফিক আল মামুন, ডেপুটি সেক্রেটারি মাসুম আহমেদ, মিউজিক ভিডিও নির্মাতা তানভীর আহমেদ, গায়ক মিজান, লুমিন, সংগীতায়োজক জেআর সুমন। আরো ছিলেন এডিসি সানোয়ার সানী ও গীতিকার পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।

এলএ/এমএস

আরও পড়ুন